আমাদের কথা খুঁজে নিন

   

কেন ভুল বুঝে

অযথা ঝগড়া বিবাদ ভাল লাগে না। শিক্ষা বলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়। সু শিক্ষা চাই সর্বত্র। খুব কাছের মানুষ কেন জানি বিনা কারনে ভুল বুঝে। যাকে না দেখলে এক দিন থাকা যেত না, সেই চলে যায় দূরে।

যে একদিন আমাকে দেখলে সম্মানে মাথা নোয়াত। সেই টাকার মালিক হয়ে গর্জে উঠে। পরোয়া করে না কাউকে। যেন টাকাই সব। সহযোগিতা করেছি এমন মানুষ যখন ক্ষতি করে তখন খুব কষ্ট পাই।

কিন্তু কি বা করার আছে আমাদের মত মৃদুভাষীদের। জ্ঞান কম, শিক্ষা নেই এমন মানুষগুলো যা নিয়ে হৈ চৈ করতে পারে তাতো আমরা পারি না। আপন পর হয় আর পর আপন হয় এটু পুরনো কথা। তবে এর গ্রহনযোগ্যতা সব সময়ে আছে। ছোট এই জীবনে এমন অনেক কথাই আছে যা কাউকে বলা যায় না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।