আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়া নেই পৃথিবীতে_আসিফ

ড প্রিয়া নেই পৃথিবীতে যে আমাকে রোজ ঘুম ভাঙ্গাত, সে তো আজ চিরতরে ঘুমিয়ে শোধ দেবো কি করে সেই ঋণ, যে ঋণ গেছে সে জমিয়ে । আমার ব্যাথা বোঝার মানুষ, নেই আজ কেউ তো সাথে প্রিয়া নেই, প্রিয়া নেই, প্রিয়া নেই বেচে পৃথিবীতে। এলোমেলো বাতাসে এখনও, উড়ছে সৃতির আঁচল পদ্মা, মেঘনা দুচোখে, মুছিয়ে কে দেবে এতো জল। আমার ব্যাথা বোঝার মানুষ, নেই আজ কেউ তো সাথে প্রিয়া নেই, প্রিয়া নেই, প্রিয়া নেই বেচে পৃথিবীতে। জ্বলতে জ্বলতেই কেন যে, সুখেরি দীপ নিভে জায় অচেনা আধেরে বন্দি, জীবনের চেনা অধ্যায়। আমার ব্যাথা বোঝার মানুষ, নেই আজ কেউ তো সাথে প্রিয়া নেই, প্রিয়া নেই, প্রিয়া নেই বেচে পৃথিবীতে। যে আমাকে রোজ ঘুম ভাঙ্গাত, সে তো আজ চিরতরে ঘুমিয়ে শোধ দেবো কি করে সেই ঋণ, যে ঋণ গেছে সে জমিয়ে । আমার ব্যাথা বোঝার মানুষ, নেই আজ কেউ তো সাথে প্রিয়া নেই, প্রিয়া নেই, প্রিয়া নেই বেচে পৃথিবীতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।