আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

সোমবার দুপুরে সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের চর বায়জিদ গ্রামে ঝড়ের সময় বজ্রপাতে তারা নিহত হন। এ সময় দুই শিশুও আহত হয়।
নিহতরা হলেন- চর বায়জিদ গ্রামের সাফিয়া খাতুন (৩৫) এবং আলী আহমদ (৫০)।
বজ্রপাতে সাফিয়ার দুই শিশু সন্তান আহত হয়েছেন। তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়, পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ মেহেদী হাসান।
তিনি জানান, চর আমানউল্লা উচ্চ বিদ্যালয় ও চরবাটার হাজী মোশারফ জুনিয়র হাইস্কুলের ভবন ঝড়ে ধ্বসে পড়েছে।
এ সময় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয় এবং গাছপালা উপড়ে বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এলাকার সয়াবিন ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান ইউএনও খালিদ মেহেদী হাসান।
সদর উপজেলার ইউএনও ইসরাত জাহান জানান, ঝড়ে এওজবালিয়া ও দাদপুর ইউনিয়নে দুটি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বসে পড়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.