আমাদের কথা খুঁজে নিন

   

"নায়ক-রম্য"

ছোট্ট কালের মূর্খ আমি, ছোট্ট কালের গাধা। রাস্তা দিয়ে চলতে গেলে, গায়ে লাগাই কাঁদা। কাঁদা দিয়ে খেলা আমার খুব-ই পছন্দ, কোন মতেই পাশ করিলে পাই যে আনন্দ। ক্লাশ এইটে ফেল করেছি আমি বাপের ব্যাটা, সবাই যদি পাশ করে তবে,"ফেল করিবে ক্যেঠা?" কলেজ জীবন শুরু আমার খেয়ে প্রমের ঘাস, পাশ করিলাম আহা!কলেজ জীবন পাশ। বি.বি.এ. তে ডুকি, মেয়ে যে দিলো "বাঁশ"। লিখতে যদি বসি আমি "আমার জীবন গাঁথা", শেষ হবে যে কলম কালি শেষ হবে না খাতা। বিয়ের খাতায় নাম লিখাচ্ছি দুটি বছর পরে, বলির পাঁঠা হব আমি এই বিয়েটা করে। দূঃসাহসীক জীবন আমার এই যে আমার কম্য, ইতি টানছি এবার আমি আমি "নায়ক-রম্য"!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।