আমাদের কথা খুঁজে নিন

   

১০ টাকায় ৪০ মিনিট অফারের অবশিষ্ট মিনিট কিভাবে ব্যবহার করবেন জেনে নিন । না জানলে পরে পস্তাবেন

আমি সামু তে নতুন । তাই আমার ভুল হলে আমাকে ক্ষমা করবেন। আপনারা হয়তো বা অনেকে জানেন গ্রামীন ফোন নতুন অফার দিয়েছে যা ১০ টাকা+ভ্যাট টাকায় ৪০ মিনিটি কথা বলা যায়। সঙ্গে ১০সেকেন্ড পাল্স আছে এবং প্রতিদিন ২ বার এ্যাকটিভ করতে পারবেন। সময় নির্ধারন করেছে রাত 12.00 am হইতে বিকাল 4.00pm পর্যন্ত।

অনেকে এটা এ্যাকটিভ করেছেন বা করতে ইচ্ছুক। নির্দিষ্ট সময় অতিক্রম করার পর অবশিষ্ট মিনিট আপনী পরেও ব্যবহার করতে পারবেন। সেটা অনেকে বা জানেন না । না জানলে জেনে নিন কিভাবে তা ব্যবহার করতে হবে। প্রথমে ম্যাসেজ এ গিয়ে টাইপ করুন START T লিখে পাঠিয়ে দিন 9999 নম্বরে।

ব্যাস এ্যাকটিভ হয়ে গেলে আপনী ব্যবহার করতে পারবেন ৪০ মিনিট টক টাইম জিপি টু জিপি। অবশিষ্ট মিনিট দেখতে *566*20# ডায়াল করুন। নির্দিষ্ট সময়ের পরে অবশিষ্ট মিনিটি ব্যবহার করতে পারবেন যদি আপনার ব্যালেন্সে কল করার মত টাকা না থাকে। তাহলে পরের দিন অবশিষ্ট মিনিট নির্দিষ্ট সময়ে ব্যবহার করতে পারবেন । যতদিন আপনী ব্যালেন্স শুন্য রাখবেন ততদিন অবশিষ্ট মিনিট ব্যবহার করতে পারবেন।

কোন দিন গ্রামীন ফোন কর্তৃপক্ষ এমন সুযোগ বন্ধ করে দিলে আমার কিছুই করার থাকবে না । ১০০% নিশ্চয়তা আছে আমি নিজেই এমন করে অবশিষ্ট মিনিট ব্যবহার করতেছি ভাই । আপনী একবার পরীা করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।