আমাদের কথা খুঁজে নিন

   

প্রলাপ-১

ঘুম ভাঙ্গা সব অন্ধকারের পাগল করা গন্ধ গন্ধ পেয়ে শিউলি ফুলের মাতাল বাতাস অন্ধ। অন্ধকারের বন্ধ ঘরে রুদ্ধ প্রেমের গল্প গল্প গাথার কল্পলোকে নীল ভাঙ্গে সংকল্প। সংকল্পের সাধ্য কি নেই রুখবে ভাবের কারবার কারবারে যত গোজামিল আর ভেজাল বিষের পানাহার পানাহারে কিযে বিশ্বাদ মুখ শ্বাপদ হলুদ দন্ত দন্ত রসে রসনাবিলাস, কালো হয় তার হন্ত। হন্তারকের হাতের ছুরি কলমের প্রান সঙ্গী সঙ্গী বিহীন কলম খুঁজে খুনের জবানবন্দী। বন্দী মানুষ মুক্তি খুজে ডিস টিভি আর প্রেমিকায় প্রেমিকার লাশ সিলিঙ্গে ঝুলে টুইস্ট আসে ছবিটায়। ছবিটার নেই দর্শক তাই ব্যার্থ এই কবিতায় কবি ভাব নিয়ে উষ্ণতা খুঁজি সেল ফোনের ওই রবি টায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।