আমাদের কথা খুঁজে নিন

   

চে’র জন্মদিনে

বাংলা মোদের সোনার বাংলা/নুরের বাংলা হয়ে যায়/বাংলা ভাষা অজানা মোর/ দিলে কিছু কয়ে যায়।। [img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/MOKARROM_1371186466_1-images__2_.jpg তুমি যেমনটা চেয়েছিলে পৃথিবী আজ তেমনটা নেই বিপ্লব তার ঢং হারিয়ে মরা নক্ষত্রের মতন আজ স্বপ্নেরা জেগে আছে বলে আজো ফিকে হয় নি চেতনা ওরা তোমাকে মুছে দিতে চেয়েছিল ঐ ঝাঁঝরা বুকের বুলেটগুলো তোমাকে চির অক্ষয় করেছে পৃথিবীতে এখন তুমি কোটি কোটি বক্ষে চির জাগ্রত তাই আজ আমার কাছে বিপ্লব মানে তুমি তুমি মানে বিপ্লব; তুমি মানে চেতনা তোমার স্বপ্ন শাশ্বত বলে তুমি জেগে আছো- জেগে রবে!!!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।