আমাদের কথা খুঁজে নিন

   

হেলাল হাফিজকে খুঁজি

কে আছেন? দয়া করে আকাশকে একটু বলেন- সে সমান্য উপরে উঠুক, আমি দাঁড়াতে পারছি না। - হেলাল হাফিজ এ ধরনের বেশ কিছু অসাধারন কবিতার জনক হেলাল হাফিজ। যারা বাংলা কবিতা আবৃতি করেন তদের সাথে হেলাল হাফিজের পরিচয় ঘটেছে অনেক আগেই। কারন আবৃতির অ্যালবামে 'কষ্ট নেবে কষ্ট' (ফেরিওয়ালা) এই কবিতা শুনে নাই এমন মানুষ খুব একটা পাওয়া যাবে না। তার এখন পর্যন্ত প্রকাশিত কবিতার সংখ্যা মাএ ৬০টি।

এর মধ্যে ৫৬টি কবিতা প্রকাশিত হয়েছিল ১৯৮৬ সালে। বইয়ের নাম ছিল "যে জলে আগুন জ্বলে"। এরপর দীর্ঘ ২৬ বছর পর তার আরেকটি বই প্রকাশিত হ্য় ২০১২ সালে অর্থাৎ এ বছর ২১শে বই মেলায়। বইয়ের নাম "কবিতা একাওর"। তবে এটি সম্পূর্ন নতুন বই না।

এতে আগের বইয়ের সবগুলো কবিতার সাথে যুক্ত হয়েছে মাএ ৩টি কবিতা। আর ১টি কবিতা প্রকাশিত হয়েছে পএিকায়। মাএ এ কয়টা কবিতা দিয়েই তিনি তৈরী করেছেনএক স্বতন্ত্র ধারা। "এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়' অথবা নিউট্রন বোমা বোঝো,মানুষ বোঝ না"-এ ধরনের সহজ সরল ভাষায় তীব্র জীবনবোধ ফুটে উঠেছে তার কবিতায়। এতো প্রতিভাবান একজন কবি কেন ২৬ বছর লেখা থেকে বিরত থাকলেন এটা একটা রহস্য।

আমি জানি আপনারা হ্য়ত অনেকেই তাঁর সম্পর্ক জানেন। তবুও এই লেখাটা লিখলাম একটা বিশেষ উদ্দ্যেশে। আর সেটা হচ্ছে, গত ঈদে 'সময়'অথবা '৭১' চ্যানেলে তাঁর একটা সাক্ষাৎকার প্রচার করা হয়েছিল। দূর্ভাগ্য আমার আমি অনুষ্ঠানটা দেখতে পারি নাই। তাই কারো কাছে যদি এই অনুষ্ঠানের কোন লিংক বা এর ব্যাপারে কোন তথ্য থাকে তাহলে দয়া করে জানাবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।