আমাদের কথা খুঁজে নিন

   

চা হচ্ছে শয়তানের ডিংক্স।

যুদ্ধ কিংবা বন্ধুত্ব, ক্ষমতাই প্রকৃত শক্তি অলস হিসাবে আমার অবস্থান অতি উত্তম । সকাল ১০ ঘুম থেকে উঠার পর মনে হয় আইজকা অনেক সকালে উঠছি । ভাগ্য ভাল মায়ের দোয়ায় এখনো বাপের হোটেলে খাই । নাইলে কপালে কি ছিলে তা টিয়া পাখি জানে , ঐ যে ভাগ্য গনে ঐ টিয়া । মা আমার খুব হিসাবি ।

বাজার সদাই যা করে সব ইকোনমি প্যাক। ইকোনমি মানে এই না যে মিনিপ্যাক। বরং বলা যায় জাম্বো সাইজের সবচেয়ে বড় যেটা আছে সেটাই। এলাচি কিনলে একসাথে ৩-৪ কেজি, লবঙ্গ কিনে ২-৩ কেজি টেস্টিং সল্ট কিনে সেটাও অন্তত আধা কেজি । তার পরে আরো আছে, দুনিয়াতে যত ধরনের মশলা আছে , তার কিছু অংশ আমার মায়ের কাছেও আছে ।

যাই হোক মায় গেছে গ্রামে, আমি শিউর আইসা কইবো তুই তো শুকাইয়া গেছস এই কয় দিনে। টানা সাত দিন যা খাইতে চামু সব রেডি । যা হোক সকালে ঘুম থেকে উঠে গেছি চা বানাইতে , এই জিনিসটা আমি জানি !! আমি চা বানাতে পারি । নিজ হাতে চা বানাইলাম , প্রথম চুমুক দেয়ার সাথে সাথে অনুভব করলাম আমার মাথার দুই পাশ দিয়া দুইটা শিং গজাইতাছে , গজাইতে গজাইতে ১ হাত লম্বা হইয়া গেছে । চায়ের স্বাদ চেঞ্জ হইয়া কেমন জানি লাগতাছে ।

আমি চিনির বয়ামটা হাতে নিয়া ছোট বোনের হাতের লেখাটা পড়লাম "টেস্টিং সল্ট"। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।