আমাদের কথা খুঁজে নিন

   

আসলেই কি পরীক্ষা আর ক্রিকেট খেলা একই রকম...( আপনার সাথে মিলিয়ে দেখুন তো)

ভাল কিছু লিখার প্রত্যাশায় লিখি.. পরীক্ষা শুরু হওয়ার তখনো ২০ দিন বাকী। তাই গ্রুপ ডিসকাশনে বসেছি শাকিল ভাইয়ের বাড়িতে। ভাবী খাওয়া দাওয়ার ব্যপক আয়োজন করেছেন। আমি ছাড়া ও এসেছে বাংলালিংকের মাসুদ ভাই, রেংকসটেলের এর নাবী ভাই, বেসিক ব্যাংকের স্বাদি ভাই। উদ্দেশ্য এক্সিকিউটিভ এম.বি.এ পরীক্ষায় ভাল করা।

কিন্তু কিভাবে??? অফিস শেষ করে শাকিল ভাইয়ের বাসায় পৌছাতেই প্রায় রাত ১০ বেজে গেছে। এর পরে ভাবীর সাথে হাই হেলো করতেই ঘরির কাটা ১১ র টা ছুই ছুই । যখন খাওয়া দাওয়া শেষ হল তখন ঘড়ির কাটা ১২.১০ পার হয়েছে। এবার চা , সিগারেট শেষ করে ১২:৩০ এ পড়তে বসলাম। একাউন্টিং এর দুইটা অংক করতেই রাত ৪ টা ক্রস করল।

মাঝে মাঝে চলছে কৌতুক জাতীয় খোশ গল্প। নবী ভাই বললেন ভাই পরীক্ষা আর ক্রিকেট খেলা একই রকম। আমি ছাত্রের মত প্রশ্ন করলাম কিভাবে। এবার যুক্তি দাড় করালো নাবী ভাই। বাংলাদেশের ক্রিকেট খেলায় প্রায় দেখবেন খেলা যখন ২৫ ওভার বাকি তখন রিকোয়ারেড রান রেট দরকার ১৩০।

আবার যখন ২০ ওভার খেলা বাকি থাকে তখন দেখবেন রিকোয়ারেড রান রেট ১২০। অর্থ্যাৎ ১২০ বলে প্রয়োজন ১২০ রানের । আস্তে আস্তে দেখবেন বল কমছে রান বেশী লাগবে। কিছুক্ষণ পর দেখবেন ৯০ বলে রান দরকার ১০৩। এভাবে একটা সময় দেখবেন ২০ বলে রান দরকার ৫৫ ।

আপনি ভাববেন এ আবার এমন কি রান?? কয়েকটা চার মেরে দিলেই তো হয়ে যাবে। তার পর দেখবেন ১৫ বলে দরকার ৪০। আপনার মনে হবে ৩ টা সিক্স মেরে ২ টা চার মারলেই তো হয়। এভাবে দেখবেন লাস্ট ৬ বলে ২৮ রান লাগবে এখনো আপনি ভাবছেন ৩ বলে ৩ টা সিক্স আর ২ বলে ২ টা চার তাইলেই তো জিতে যাবে। যখন চার বল বাকি তখন রান দরকার ২২।

আপনি এখনো ভাবছেন সিক্স মারলেই হবে। কিন্তু হায় যখন একবল বাকি তখন দেখছেন ১১ রান দরকার । আপনি ভাবছেন ১ টা নো বলে সিক্স মারলেই.............কিন্তু লাস্ট বলে ব্যটম্যানস আউট সাথে আপনার আকাঙ্খার ও মৃত্যু। পরীক্ষা গুলো এইরকম। যখন ৩০ দিন বাকি থাকে তখন আপনার চিন্তাটা থাকে ৩০ দিনে ৩০ টা প্রশ্ন মুখস্ত করব।

কিন্তু পরীক্ষার আগের দিন রাতে দেখলেন ২৯ দিনে আপনি মুখস্ত করেছেন ৬ টা প্রশ্ন। এখনো বাকি ২৪ টা প্রশ্ন। তারপর হিসেব কষে দেখলেন সময় আছে ১২ ঘন্টা, মনে মনে স্থির করলেন প্রতি ঘন্টায় দুইটা করে পড়লেই তো হয়। যখন সময় ১ টা ঘন্টা বাকি তখন দেখলেন প্রশ্ন এখনো ১১ টা বাকি। এবার ১১ টি প্রশ্নে চোখ বুলানো ছাড়া আর উপায় নাই।

মনে মনে ভাবলেন এই ১১ টা থেকে প্রশ্ন আসলে বানায় উত্তর দিব। কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন পেয়ে দেখলেন যেগুলো পড়েন নি প্রায় ৭০% প্রশ্ন ঐগুলি থেকেই এসেছে আর এ মহুতে আপনার দু একটি শব্দ ছাড়া আর কিছুই মনে আসছে না। অত্ত:পর ক্রিকেট খেলার মত আপনার উত্তরটি হবে ঐরকম। ভাল করার মত ছিল কিন্তু আমি পারি নি। ঘটনাটা কিন্তু পরে আমার সাথে মিলে গেছিল।

আপনার সাথে ও মিলে গেলো নাকি ?????  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।