আমাদের কথা খুঁজে নিন

   

আমি সাধারন: তাই সবাই আমায় কঠোর হবার হুমকি দেয়!!!!!

আমি বাংলাদেশের একজন সাধারন স্বাধীণ(!) নাগরিক। এই অপরাধেই কিনা সবাই আমায় কঠোর হবার হুমকি দেয়। আমার বিশ্ববিদ্যালয়ের অযোগ্য ভি.সি সরানোর আন্দোলন করলে কঠোর হবার হুমকি আসে। চাকরির বাজারে কোটা ব্যবস্থার বিরোধিতা করলে কঠোর হবার হুমকি আসে। সবার সামনে মানুষ হত্যার বিচার চাইলে কঠোর হবার হুমকি আসে।

ছাত্র রাজনীতির সাথে যুক্ত থাকলেও কঠোর হবার হুমকি আসে নাথাকলেও কঠোর হবার হুমকি আসে। শেয়ার বাজার ধ্বসের বিরোধিতা করলে, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট কিভাবে হল তা জানতে চাইলে কঠোর হবার হুমকি আসে। রাস্তা ঘাটের বেহাল দশার কথা তুললেও কঠোর হবার হুমকি আসে। দেশে গ্যাস নাই , পানি নাই , বিদ্যুৎ নাই এদিকে খেয়াল দিতে বললেও কঠোর হবার হুমকি আসে। শুধুই কঠোরতা আর কঠোরতা আর কিছুই কি করার নেই।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.