আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম দেখা, প্রথম প্রেম, অতঃপর ............

তুই ভালো থাকিস, আমি সুন্দর থাকবো ফল ২০০৩, আমার ২য় সেমিষ্টার। কোর্স নিলাম ৩ টা, ইংলিশ-১০১, সিএসই-১০৫ আর বাস-১০১। সেমিষ্টার ব্রেকে মাত্র-ই এক ফ্রেন্ডের নানা বাড়ি থেকে ঘুরে এসে বেশ উৎফুল্ল মনেই সেমিষ্টার শুরু করলাম। প্রথমদিনে ছিল ইংলিশ-১০১ ও সি.এস.ই-১০৫ এর ক্লাশ, সি.এস.ই-র কোর্সেতো মেয়ে থাকার প্রশ্ন-ই আসেনা, আর ইংলিশ কোর্সে ও মেয়ে মাত্র ১ জন (সরি ২ জন, ম্যান [MAN- Masrufa Ayesa Nusrat] কে তার নামের কারনে সবসময় ম্যান ই মনে হতো ) । তাই সকল আশা, ভরসা, প্রতাশা নিয়ে পরদিন গেলাম বাস-১০১ এর ক্লাশে।

ক্লাশে ঢুকেই সবার সামনের সারির কোনের দিকের ফাকা সিটে বসে পড়লাম (দরজার কাছাকাছি), একে একে ছেলে মেয়ে এসে ক্লাশে বসছে, সবাই অপরিচিত এবং কাউকে দেখেই দিলে গিটার বাজতেছে না। আমার পাশের ২ টা সিট ফাঁকা, তারপরের সিটে একজন মেয়ে বসা, সম্ভবত গ্লোরিয়া নাম ছিলো (পরে জেনেছি)। এ সময় একজনকে দেখলাম ক্লাশের দরজা দিয়ে ঢুকছে। শরৎ এর সাথে মিল রেখেই নীল সাদা রঙের থ্রী-পিছ গায়ে। পান পাতার মতো গোল একটা মায়াবী মুখ, সারাক্ষন-ই চোখে মুখে একটা হাসির আভাস, কপালের ঠিক মাঝখানে একটা কালো টিপ আর চোখে হালকা কাজল দেয়া।

প্রসাধনী বলতে এইটুকুই, লম্বা চুল বেনী করে রাখা। দেখেই কোথায় যেন কি একটা হয়ে গেল, কোথায় যেন গিটার বেজে উঠলো, সবকিছু দেখতে লাগলাম স্লো মোশনে, ব্যাকগ্রাউন্ডে কবিতা চলতে লাগলো কত বর্ণ, কত গন্ধ, ভূষণ কত-না - সিন্ধু হতে মুক্তা আসে, খনি হতে সোনা, বসন্তের বন হতে আসে পুষ্পভার, চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার। লজ্জা দিয়ে, সজ্জা দিয়ে, দিয়ে আবরণ, তোমারে দুর্লভ করি করেছে গোপন। পড়েছে তোমার পরে প্রদীপ্ত বাসনা - অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা। ।

দেখলাম, মুগ্ধ হলাম, বাকরুদ্ধ হলাম। আমার বাম পাশের ২ টা সিট ফাঁকা, আমি আস্তে করে উঠে আমার পাশের সিটে গিয়ে বসলাম আর মনে মনে আমার বুদ্ধির খুব তারিফ করতে লাগলাম, তুমি এখন যে পাশের সিটেই বসোনা কেন প্রেয়সী, তোমাকে এখন আমার পাশেই বসতে হবে। আমার কল্পনার মানবী ক্লাশে ঢুকে পড়েছে, এবার বসবে !!!!!!!!!!!!! এরপর সব চির অন্ধকার, পোড়া পোড়া গন্ধ পেতে লাগলাম !!!!!!!!! সম্মানিত ভদ্রমহিলা হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে বললেন, আমি সেহেলী পারভীন, আপনাদের টিচার। ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.