আমাদের কথা খুঁজে নিন

   

মেড ইন চায়না ছাড়া কি বাজারে অন্য কোনো মোবাইল পাওয়া যায়না? নাকি অন্য দেশগুলান মোবাইল বানাইতে জানেনা।

একটা সনি এরিকসন এক্সপেরিয়া মিনি প্রো কিনব। ব্লগার ভাইদের হেল্প চেয়ে কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম এখানে। তো আজকে মোবাইলের দোকানে ঘুরতে গিয়েছিলাম মোবাইলক্রয়পূর্ব ইনভেস্টিগেশন চালানোর জন্য। ইনভেস্টিগেশন চালাইতে গিয়া কিছু ব্যাপারে আমি নিজেই কনফিউজড হয়ে গেলাম। তার মধ্যে একটা হলো সকল মোবাইলই মেড ইন চায়না।

আসলে কোনো প্রোডাক্টের গায়ে মেডিন চায়না দেখলে হার্টবিট বেড়ে যায়তো.......। যেহেতু চট্টগ্রামে বসুন্ধরা সিটি নাই, তাই গিয়েছিলাম নিওমার্কেট ও স্যানমার ওশান সিটি। মোট ৩ টি দোকানে মিনি প্রো মোবাইলটি তাৎক্ষনিৎ পেলাম। দাম ১৪০০০ - ১৫০০০ । কয়েকটি দোকানে বলল, বললে অর্ডার দিয়ে আনিয়ে রাখবে।

কথাবার্তার একপর্যায়ে একজন দোকানদার আমাকে বলল যে বাজারে অরিজিনাল মিনি প্রো নাই। যেগুলো আছে সব লোকাল। যাই হোক মোবাইল কিনতে গিয়ে যে সব কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেগুলো হল: ১. মেড ইন চায়না। সো কিনে ধরা খাওয়ার সম্ভাবনা আছে কিনা। ( অবশ্য এ ব্যাপারে ব্লগার মোবাইল কথক ভাই বলছে চায়না কোনো ব্যাপার না, প্রবলেম হবে না) ২. যেহেতু বাজারের অধিকাংশ সেট লোকাল, সো এগুলো কিনে ঠকব কি না।

শুনেছি গেজেট এন্ড গিয়ার থেকে কিনলে ভাল সেট পাওয়ার নিশ্চয়তা থাকে। কিন্তু আমি থাকি চট্টগ্রাম। সো এখান থেকে তো হচ্ছে না। আপনাদের জানামতে চট্টগ্রামে কোনো বিশ্বস্ত দোকান আছে কিনা। কিংবা চট্টগ্রামের কোনো ব্লগার ভাই যদি মোবাইলের বিজনেস করেন তাইলে একটু আওয়াজ দিয়েন।

আপনাদের পরামর্শের অপেক্ষায়............................ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।