আমাদের কথা খুঁজে নিন

   

তুমি যদি ভেবে থাকো।

প্রদীপ হালদার,জাতিস্মর। তুমি যদি ভেবে থাকো-প্রদীপ হালদার তুমি যদি ভেবে থাকো আমি মরলে সুখী হবে বিধির বিধান লিখলো নারে আমার পোড়া কপালেতে। তুলসীতলায় তুমি যখন সন্ধ্যাবেলার প্রদীপ জ্বালো অশ্রুভরা দুটি চোখে যতই তুমি দুঃখ করো। আমি ছাড়া এ জগতে নাইরে কোনো ভালোবাসা আমি ছাড়া এ জগতে বৃথা খোঁজো সুখের আশা। যখন আমি তোমার আছি,তুমি আছো আমার মরলে হবো ছাড়াছাড়ি থাকবে নাতো দেখার।

যখন আমি চলে যাবো আসবো না আর ফিরে কাঁদবে তুমি দিনে রাতে সকল আশা ফেলে। তোমার দেওয়া ভালোবাসা- প্রদীপ হালদার তোমার দেওয়া ভালোবাসা আমি নেবো না আমার আছে ভালোবাসা তোমায় দেবো না। গাছের ফুল গাছে থাকে ভোমরা এসে সেথায় বসে তোমার আমার ভালোবাসায় দুঃখ এসে বাসা বাঁধে। তোমার দেওয়া দুঃখ ব্যথা আমি নেবো না আমার আছে দুঃখ ব্যথা তোমায় দেবো না। বৃষ্টি যতই আসুক জোরে মরুভূমির কি যায় আসে পাশে তুমি যতই থাকো ভালোবাসায় দুঃখ আসে।

দুঃখ ছাড়া ভালোবাসা তাও কখনো হয় মেঘ ছাড়া বৃষ্টি বলো কখনোতো নয়। তুমি আমার জন্যে-প্রদীপ হালদার তুমি আমার জন্যে একটুকু ভালোবাসা রেখো কত কি চাওয়ার আছে চাই নি আমি তুমি ভেবে দেখো। তুমি আমার জন্যে একটুকু ব্যথা তুলে রেখো কত কি পাওয়ার আছে পাই নি আমি,তুমি জেনে রেখো। তুমি আমার জন্যে একটুকু কথা তুলে রেখো যে কথা শুনে তোমায় আমি কাছে টেনে নেবো। তুমি আমার জন্যে একটুকু ভাবনা তুলে রেখো কত কি ভেবেছি,কত কি ভাবি নি নতুন ভাবনা ভেবে রেখো।

তুমি আমার জন্যে একটুকু স্বপ্ন তুলে রেখো দেখি নি আমি,দেখো নি তুমি,স্বপ্নের জাল বুনে রেখো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।