আমাদের কথা খুঁজে নিন

   

// প্রতিদান //

মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর ! আজ আমি ভালোবাসার চরম মূল্য দিচ্ছি। আজ আমার হৃদয়ে রক্তক্ষরণ, আর তুমি সেই রক্তকে লাল গালিচা ভেবে- তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছো! না না, তোমার কোন দোষ নেই। এ আমারই ভুলের মাশুল! তোমাকে ভালোবাসার- একটু প্রতিদান দেবে না তা কি হয়? আমার রক্তাক্ত পাঁজরের ওপর দিয়ে- তোমার হেঁটে যাওয়া, আর আমার চেয়ে থাকা! এ বুঝি তোমাকে ভালোবাসারই যথার্থ প্রতিদান! তবুও আমি তোমাকেই ভালোবাসি। হোক না হয় ভুল! আমি না হয় ভালোবেসেই ভুল করি, আর না হয় ভুল করেই ভালোবাসি! - একজন আরমান ২২/০৪/২০১৩ সকাল ১০:১৭:১৯  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।