আমাদের কথা খুঁজে নিন

   

ভারত পারে আমারা পারি না ......।

কিংকর্তব্যবিমূঢ় কিছুদিন আগে মামাতো -খালাতো ছোট ভাই-বোনদের সাথে আড্ডা দিচ্ছিলাম , " আমার এক ধনী মামার সু-পুত্র বেসরকারী মেডিকেল কলেজে পড়াশুনা করছে , তো তার বাবাজান মানে আমার মামা ঘোষনা দিয়েছেন, তিনি তার সন্তান এর জন্য হাসপাতাল প্রতিষ্ঠা করবেন ! এতে মামার ভাল ব্যবসাও হবে আবার সু-পুত্রের প্রকটিস টাও হবে ! আমার এক আর খালাতো বোন তার এক বন্ধুকে উপরের গল্পটা "আপসুস" করে বলছিল , "আমি তো বেসকারী বিশ্ব-বিদ্যালয়ে বি.বি.এ পড়ছি আমার বাবা আমার জন্য কি করে দিবেন ? আমি তো কিছুই পারি না !" আমি মনে বললাম তোর বাবা তোর জন্য একটা বিশ্ব-বিদ্যালয় প্রতিষ্ঠা করে দিবেন ,যেখানে তুই শিক্ষকতা করবি কারণ তোর বাবার ও অনেক টাকা ! অসংখ্য ধণী বাবা আছেন যারা উপরে কাজ গুলো করতে পারে । এর একটা সুফল অবশ্য আছে , এসব ধনী বাবার কল্যাণে কিছু হত-দরিদ্র বাবার সন্তানদের একটা গতি হয় , কিন্তু ধনী বাবার সন্তানদের মধ্যে যে ভাল কিছু করার ক্ষমতা ছিল তা কিন্তু নষ্ট হয়ে যায় ! বাবারও বোঝে না সন্তানরা তো নিজেররাই জানে না প্রতিভা বলে কিছু আছে ..... আর আমার মত কিছু বলদ আছে যারা এই গল্প গুলো অন্যদের শুনাতে অনেক গর্ব করে আর নিজেদের কৃত কর্মের জন্য "আপসুস" করে । আজ প্রথম আলোতে মোহাম্মদ কায়কোবাদ স্যারের একটা ফিচার পড়লাম ,যদিও আমার লেখার সাথে তার ফিচার এর কোন সর্ম্পক নাই , তারপরও বলব এসব কারণেই ভারত পারে আমারা পারি না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.