আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে আসতে পারেন মহাস্থানগড়, বগুড়া থেকে।

ব্রেকিং নিউজ ভ্রমন পিপাসুদের জন্য অসাধারন একটি স্থান হতে পারে মহাস্থানগড়। এখানে একই সাথে পাবেন ইতিহাসের নিদর্শন ও প্রকৃতির মহাসমারহ ও ধর্মিয় নিদর্শন। অবস্থানঃ বগুড়া সহর থেকে ৮ কিলোমিটার উত্তরে অবস্থিত। বগুড়া শহর হতে ২০ মিনিট সময় লাগবে মহাস্থান যেতে। মহাস্থাঙ্গরের ইতিহাসঃ সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন (১০৮২-১১২৫) যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল ।

মহাস্থানের রাজা ছিলেন নল যার বিরোধ লেগে থাকত তার ভাই নীল এর সাথে। এসময় ভারতের দাক্ষিণাত্যের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে অসেন পাপের প্রায়শ্চিত্ত করতে। কারণ তিনি পরশু বা কুঠার দ্বারা মাতৃহত্যার দায়ে অভিশপ্ত ছিলেন। পরবর্তীতে তিনিই এই দুই ভাইয়ের বিরোধের অবসান ঘটান এবং রাজা হন। এই ব্রাহ্মণের নাম ছিল রাম।

ইতিহাসে তিনি পরশুরাম নামে পরিচিত। কথিত আছে পরশুরামের সাথে ফকির বেশী আধ্যাত্মিক শক্তিধারী দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র এর যুদ্ধ হয়। (১২০৫-১২২০) যুদ্ধে পরশুরাম পরাজিত ও নিহত হন। দর্শনীয় স্থানঃ মাজার শরীফ, কালীদহ সাগর, শীলাদেবীর ঘাট, জিউৎকুন্ড, মিউজিয়াম, বেহুলার বাসর ঘর। এখানে এক স্থান হতে অন্য স্থান বেশ দূরে।

সেক্ষেত্রে রিক্সা, ভ্যান বা সিএনজি অটোরিক্সা ভড়া করতে পারেন। ভাড়া খুব বেশি নয়, সাধ্যের মধ্যেই হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।