আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে ব্যর্থ স্বামী আইনস্টাইন!

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার বিশ্বের সবচেয়ে ব্যর্থ স্বামী আইনস্টাইন! বিশ্বখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সাফল্য নিয়ে অনেকের সন্দেহ না থাকলেও ব্যক্তিগত জীবনে সাফল্য সে অর্থে আসেনি ‘আপেক্ষিকতা’ তত্ত্বের জনকের। সম্প্রতি প্রকাশিত ‘আইনস্টাইন: হিজ লাইফ অ্যান্ড ইউনিভার্স’ নামের একটি বইয়ে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লেখক ওয়াল্টার ইসাকসন এ তথ্য জানিয়েছেন। সদ্যপ্রকাশিত বইটিতে ইসাকসন দেখিয়েছেন, কীভাবে একটি সুসংহত প্রেমময় জীবনযাপন করতে চেয়েও ব্যর্থ হয়েছেন আইনস্টাইন। ইসাকসনের উদ্ধৃতি- ১১ বছরের বিবাহিত জীবনের একপর্যায়ে আইনস্টাইন তাঁর ভালোবাসা নিবেদনের মাধ্যম হিসেবে স্ত্রী মেরিক ও নিজের জন্য বেশ কিছু নিয়মের তালিকা তৈরি করেন। পুরো ইউরোপে গণিত ও পদার্থবিজ্ঞান চর্চায় নারীদের মধ্যে অগ্রদূত ছিলেন মেরিক।

ইসাকসনের বই অনুযায়ী, পদার্থবিজ্ঞানী তাঁর তালিকায় নিজ রুম পরিপাটি করা, দিনে তিনবার কক্ষে খাবার দেওয়া, কাপড়-চোপড় গুছিয়ে রাখা এবং শয়নকক্ষ ও পড়াশোনার টেবিল গুছিয়ে রাখার নির্দেশ দেন স্ত্রীকে। একই সঙ্গে মেরিককে নিজ ডেস্ক ব্যবহার না করতেও নির্দেশ দেন তিনি। স্ত্রীর সঙ্গে সখ্য না থাকায় ১৯১২ সালেই ইলসা নামে এক জ্ঞাতি বোনের সঙ্গে সম্পর্কে জড়ান আইনস্টাইন। ১৯১৯ সালে ইলসাকে বিয়ে করেন তিনি। এর চার বছর পর নিজ সহকারী ও বন্ধুর আত্মীয় বিট নিউম্যানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন স্বামী হিসেবে আপাত ‘ব্যর্থ’ আইনস্টাইন।

ইসাকসন আরও উল্লেখ করেছেন, ‘পরিবারের সুখ-শান্তির উপায় বের করতে আইনস্টাইনকে যেভাবে ঘুরপাক খেতে হয়েছে, তার চেয়ে আপেক্ষিকতা তত্ত্ব উদঘাটন তাঁর কাছে সহজ হয়েছে। ’ #সূত্রঃ সায়েন্সটেক  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.