আমাদের কথা খুঁজে নিন

   

এসে গেল Android OS যুক্ত Nikon Coolpix S800c ক্যামেরা !!

*** এই ব্লগটি একই সাথে আজাইরা পাচ্যালে প্রকাশিত*** অবশেষে ঘটনাটা ঘটেই গেল ! Android মার্কেট এর নতুন সংযজন হিসেবে এসে গেল Android OS যুক্ত Point & Shoot ডিজিটাল ক্যামেরা ! অনেকদিন ধরেই শোনা যাছিলো Samsung এর নাম, তবে এই ইদুর দৌড়ে Nikon -ই গেল এগিয়ে! গত ২১সে অগাস্ট Nikon ঘোষণা দিয়েছে তাদের নতুন প্রোডাক্ট Nikon Coolpix S800c. . Android 2.3 Gingerbread যুক্ত এই ক্যামেরার বিশেষত্ব হছে ছবি তোলার সাথে সাথে আপনি অপসান পাচ্ছেন আপনার প্রিয় Google+™, Facebook, Twitter অথবা Youtube এর সোশ্যাল নেটওয়ার্ক সাইট গুলোতে সরাসরি আপলোড করার সুযোগ ! সাথে চাইলে চেক করে নিতে পারেন আপনার ওয়েব মেইল বা ফেইসবুক স্ট্যাটাস! কিংবা অবসর কাটাতে পারেন “Angry Bird” খেলে। এই নতুন প্রোডাক্ট এর কিছু উল্লেখ যোগ্য ফিচার নিচে তুলে ধরা হলঃ EXPEED C2 processing engine ১৬ মেগা পিক্সিল 10x optical Zoom, NIKKOR ED glass lens , 4X Digital Zoom NIKKOR ED VR Lens ৩.৫” ওএলইডি স্ক্রীন ফুল এইচডি ভিডিও ও স্টেরিও সাউন্ড ISO 3200 Wi-Fi connectivity GPS (geotagging) Rechargeable Li-ion Battery EN-EL1 1.4GB of internal storage available, but there is an SD card slot Android 2.3 Gingerbread OS . যদিও এই ক্যামেরা আপনাকে দিছে বিনোদনের অনেক সুযোগ, কিন্তু এর সবই নিরভর করবে ব্যাটারির পাওয়ারের উপর। কারন ফটো শুটে ভালই ব্যাটারি পাওয়ার কনজুম করার কথা। বাস্তবে কি হবে তা রিলিজের পরেই বলা সম্ভব। আশাকরা হচ্ছে এই সেপ্টেম্বরে মার্কেট এ পাওয়া যাব এই ক্যামেরা । আর এই টোটাল প্যাকেজের প্রাইস রাখা হচ্ছে $৩৫০ । একটা সময় ছিল যখন মোবাইল ফোনে ক্যামেরা থাকাটা খুবই আকর্ষণীও ফিচার হিসেবে গন্য হত, আজ এই ২০১২ তে দারিয়ে মনে হছে সেই দিন বেশি দুরে নয় যখন ক্যামেরাতে মোবাইল যুক্ত হবে ! *** এই ব্লগটি একই সাথে আজাইরা পাচ্যালে প্রকাশিত*** সু্ত্র: NIKONUSA

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।