আমাদের কথা খুঁজে নিন

   

অগস্ত্য যাত্রা

ভবের লীলা সাঙ্গ করি, দে না এবার আমায় ছাড়ি, যেতে হবে অচিন পুরের অচিন ঠিকানায়। হায় হায়রে- যেতে হবে অচিন পুরের অচিন ঠিকানায়। কত হাসি, কতই নাচন রঙ্গ-রসের কতই বচন, সবই যে ডুইবা যাবে, কালের দরিয়ায়। হায় হায়রে- যেতে হবে অচিন পুরের অচিন ঠিকানায়। শূন্য হাতে দিলাম পাড়ি, নাই যে কিছুই পথের কড়ি, কি হবে কড়ি বিনা সেই সে ঠিকানায়! হায় হায়রে- যেতে হবে অচিন পুরের অচিন ঠিকানায়। তাইতো বলি অবুঝ ও মন সময় থাকতে কর ভজন, যেও না শুন্য হাতে সেই সে ঠিকানায়। হায় হায়রে- যেতে হবে অচিন পুরের অচিন ঠিকানায়।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.