আমাদের কথা খুঁজে নিন

   

অ্যান্টি-ইশপ

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ প্রথম দফা দৌড়ে খরগোশই জিতেছিল। কচ্ছপের আড়াই শ বছরের আয়ু। আর খরগোশের ১৫/২০ বছরের। বনেবাদাড়ে, পথে-পথে ঘুরতে ঘুরতে এমন এক অদ্ভুত লতাগুল্মের সন্ধান পেল কচ্ছপ, যা খেলে দীর্ঘ ঘুম অনিবার্য। দীর্ঘদিনের অভিজ্ঞতায় বুড়ো কচ্ছপ বুঝলেন, ৩শ মিটার দৌড়ের পরই হাপিয়ে ওঠে খরগোশ- খাবার চায়। আর তাই, মেপে মেপে এমনই এক রুট বানালেন। আয়োজন করলেন আরেক দৌড় প্রতিযোগিতার। প্রথম দফা দৌড়ে জয়ী খরগোশের ৬ষ্ঠ/৭ম প্রজন্ম তখন পৃথিবীতে। এ কারণেই সত্য হলো ইশপের গল্প।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।