আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মা সেতুর দেখা নেই: ফিরে-ফিরে আবুল

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience বিশ্বব্যাংকের প্রতিবেদন বস্তুনিষ্ঠ : অর্থমন্ত্রী পদ্মা নদীর কথা উঠলে যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’, পদ্মা সেতু প্রসঙ্গ উঠলেও তেমনই সৈয়দ আবুল হোসেন। প্রথমটি ইতিবাচক অর্থে, দ্বিতীয়টি নেতিবাচক। সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। সংক্ষেপে আবুল। পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি আর আবুল এখন দেশে-বিদেশে সমার্থক।

বিশ্বব্যাংকের চাপে অধরা এ সেতু প্রকল্পে সংঘটিত দুর্নীতির ব্যাপারে দুদক যে অনুসন্ধান করেছে, তাতে আবুল নেই। আর এখানেই আপত্তি বিশ্বব্যাংকের। অর্থমন্ত্রীর হাতে গত মঙ্গলবার জমা দেওয়া বিশ্বব্যাংকের চূড়ান্ত প্রতিবেদনে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করেছে, তাতে সৈয়দ আবুল হোসেনের নাম নেই। তাই দুদকের করা তদন্ত সঠিক হয়নি।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বিষয়টি স্বীকার করেছেন। তিনিও বলেছেন, বিশ্বব্যাংকের প্রতিবেদনে দু-তিনটা নাম আছে। সেই নামগুলো সম্পর্কে আমি অবহিত নই। তবে সেখানে সৈয়দ আবুল হোসেনকে নিয়েই তাদের অভিযোগ, তাদের আপত্তি। তিনি আরও বলেছেন, বিশ্বব্যাংক প্যানেলের দেওয়া তদন্ত প্রতিবেদনটি অসম্পূর্ণ হলেও বস্তুনিষ্ঠ।

রিপোর্টটি অর্থমন্ত্রী পড়েছেন। আগামী সোমবার তদন্ত প্রতিবেদনের জবাবি চিঠি বিশ্বব্যাংককে দেবেন বলেও জানান তিনি। এরপরই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওপরের কথাগুলো বলেন অর্থমন্ত্রী। যুক্তরাজ্য সোনালী ব্যাংকের লভ্যাংশ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী।

তিনি বলেন, প্রতিবেদনে যেসব সুপারিশ করা হয়েছে, তা অসম্পূর্ণ। সেখানে সুস্পষ্ট করে কিছু বলা নেই। বিশ্বব্যাংককে আমি অনুরোধ করবো, যাতে আমার বক্তব্যসহ প্রতিবেদনটি তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। এরপরই বিশ্বব্যাংকের প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে সরকার প্রকাশ করবে বলেও জানান তিনি। এ সময় অর্থমন্ত্রী বলেন, আমাদের দুদকের একটি টিম কানাডায় গিয়েছিল।

তবে তাদের আইন-কানুনের কারণে তেমন কোনও তথ্য পায়নি। কানাডায় বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা তেমন কোনও তথ্য সেখান থেকে পাবো না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.