আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমতাই যেখানে সব কিছুর চালিকা শক্তি মানবতা সেখানে ঠুনকো।

বিশেষ কিছু বলার নাই তবে এটুক বলার আছে খালি খিদা লাগে এমন কি খাইলেও খিদা লাগে :( কয়েক মাস আগে একটা খবর দেখেছিলাম তাতে ছিল কুয়োর ভিতরে থাকা একটি সাপ,খেলতে খেলতে কুয়োর ভিতর পরে যাওয়া একটি বাচ্চা শিশুকে কামড় দেয়ার বদলে উল্টো আরও রক্ষা করেছিল। ওই সাপ টি বাচ্চা টিকে এক সাইডে ঘিরে রেখেছিল যেন বাচ্চা টি গভীর জলের দিকে না যেতে পারে এমন কি বাচ্চা টিকে যখন উপরে তোলা হয় তখন ও সেই সাপ টি কোন ক্ষতিই করেনি। আজ আবার জানলাম থাইল্যান্ডের আইথ্যা প্রদেশে রাস্তার পাশে পরিত্যাক্ত ময়লা আবজর্নায় সাদা প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যা শিশুর প্রাণ বাঁচালো একটি কুকুর। কুকুর টি ব্যাগ বহন করে নিজের মালিকের বাসায় নিয়ে যায়। মালিকের নজরে আনার জন্য তার আশেপাশে ঘেউ ঘেউ করতে থাকে। একটি কুকুর বা সাপ তার বিবেক বুদ্ধি মানুষের চেয়ে অবশ্যই বেশি না? সেখানে আজ এই প্রানি গুলই অবুঝ এই সব শিশুদের রক্ষায় এগিয়ে আসছে আর এই সব প্রানি থেকে হাজারো গুন বেশি বুদ্ধি সম্পন্ন ও সৃষ্টির সেরা জীব মানুষ আজ তাদের উপর বিকৃত নির্যাতন চালাচ্ছে। ক্ষমতাই যেখানে সব কিছুর চালিকা শক্তি মানবতা সেখানে ঠুনকো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।