আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেদের ত্বক ফর্সা করার উপায় নিয়ে পোস্ট দেখে আমার এই পোস্ট

রূপকথা ছেলেদের ত্বক ফর্সা করার উপায় নিয়ে পোস্ট দেখে আমার এই পোস্ট আমি কমেন্টের মাধ্যমে এই লেখা টি দিতাম কিন্তু ঐ পোস্টে বেশির ভাগ কমেন্টে উপায় নয় মজা করা হয়েছে তাই আমি কমেন্ট না করে আমি নিজে পোস্ট করলাম । প্রতিদিন সকালে খালিপেটে অল্প করে কাঁচা হলুদ আর আখের গুর কিছু টা নিয়ে চিবিয়ে খান। আর কাঁচা হলুদ বেটে সার গায়ে ও মখে মাখুন কিছু ক্ষন রেখে দিন তারপর ধুয়ে নিন। আর চা,মিস্টি জিনিস কম খাবেন রোদে কম ঘুরবেন যদি ঘোরেন তাহলে ছাতা নিয়ে ঘুরবেন তা ও যদি সম্ভব না হয় তাহলে সানস্ক্রিন লোসন ব্যবহার করবেন। পাতি লেবু ও শশার রস মুখে ও সারা গায়ে মাখবেন ১০ থেকে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নেবেন।

প্রতিদিন স্নান করার আগে বা যখন কোন কাজ থাকবে না মানে ফ্রি থাকবেন তখন সাদা চন্দন গুরো আর মূলতানি মাটি অল্প পরিমান পানির সাথে মিশিয়ে মাখুন ১০ থেকে ১৫ মিনিট রেখে স্নান করে নিন কম খার যুক্ত সাবান(যে সাবানে TMF মানে টোটাল ফ্যাটি ম্যাটার বেশি ) দিয়ে । TMF কথাটা সাবানের প্যকেটের উপর লেখা থাকে যত পারসেন্ট বেশি থাকবে তত ভালো। যারা বেশি মুখ ধুতে অভস্ত তারা কোন সাবান ব্যবহার না করে মটর বেসন দিয়ে মুখ ধুতে পারেন এতে ত্বক নরম থাকে। কোন কোন সময় ডাভের পানি দিয়ে মুখ ধোবেন কালো ছোপ ভাব দূর হবে। রাত্রে শোবার আগে গোলাপ জল এ কিছুটা তূলা ভিজিয়ে ঐ ভেজা তূলা টা দিয়ে মুখ টা পরিস্কার করে নিয়ে তারপর শুতে যান।

যে টুকু জানি সেটা বললাম ভালো থাকুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.