আমাদের কথা খুঁজে নিন

   

“Titanic” নিয়ে তৈরী সব Movie – আপনি দেখেছেন তো?… (Download link-সহ)

There is only one person who could ever make you happy, and that person is you... পৃথিবীতে ঘটে যাওয়া সব বড় দূর্ঘটনাগুলোর মধ্যে Titanic Tragedy (১৪ই এপ্রিল, ১৯১২) মানুষের মনে একটি স্থায়ী দাগ কেটে রেখেছে। কারণ, এটি সবচেয়ে আলোচিত দূর্ঘটনাগুলোর মধ্যে অন্যতম। তাই Titanic-কে নিয়ে মানুষের জানার আগ্রহ প্রচুর, আর সেই আগ্রহকেই কিছুটা পূর্ণতা দিতেই পরিচালকেরা তৈরী করেছেন এক একটি অসাধারণ Movie, যেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয়াই এই Post-এর মূল উদ্দেশ্য... তাহলে আসুন জেনে নিই Titanic নিয়ে তৈরী সেই সব দুর্দান্ত Movie-গুলো সম্পর্কে... Titanic (1997) Titanic নাম শুনলেই যে Movie-টি স্মৃতিপটে ভেসে ওঠে তা হলো James Cameron -এর Titanic... সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল ($২০০ মিলিয়ন) এবং সবচেয়ে ব্যবসাসফল ($১.৮ বিলিয়ন) Movie-টির দুটি প্রধান চরিত্র Jack এবং Rose-কে অনেকেই Romio এবং Juliet-এর কাতারে চিন্তা করে। অনবদ্য অভিনয় এবং সুদক্ষ পরিচালনা Movie-টিকে সর্বকালের সেরা Movie-গুলোর একটি হিসাবে স্বীকৃতি দিয়েছে... ১৯৯৭ সালে মুক্তি পাওয়া এবং Record-সংখ্যক ১১-টি Category-তে Oscar জিতে নেওয়া Movie-টিতে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিছু অংশ আছে। খুবই সাধারণ মানের একটি কাহিনীকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক James Cameron যেন দর্শক Movie-টি অসংখ্যবার দেখলেও Bored না হয় এবং সেক্ষেত্রে তিনি ১০০% সফল।

এর কাহিনী নতুন করে তুলে ধরার কোনও প্রয়োজন নেই। জাহাজের একেবারে সামনের অংশে Jack এবং Rose-এর দাঁড়িয়ে থাকা দৃশ্যটি সর্বকালের সেরা Romantic দৃশ্য হিসেবে স্বীকৃত। Movie-টির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন Leonardo DiCaprio এবং Kate Winslet, যদিও এরা দু’জন Oscar জিততে পারেন নি। Celine Dion-এর গাওয়া সর্বকালের অন্যতম সেরা "My heart will go on" গানটিও এই Movie-র অন্তর্ভুক্ত। ২০১২ সালের ১৪ই এপ্রিল মুক্তি দেওয়া হয়েছে Movie-টির 3D Version... এর IMDb Point ৭.৪/১০... Movie-টির কিছু Screen Shot দেখুন... A Night To Remember (1958) James Cameron-এর আগে Tianic নিয়ে যারা Movie তৈরী করেছেন তাদের মধ্যে পরিচালক Roy Ward Baker সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন।

১৯৫৮ সালে মাত্র $১.৬৮ মিলিয়নে তৈরী A Night To Remember Muvie-টি Box Office-এ ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছিল... এর IMDb Point ৮.০/১০... Movie-টির কিছু Screen Shot দেখুন... Titanic (1943) Werner Klingler এবং Herbert Selpin পরিচালিত এই জার্মান Movie-টি ২য় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৩ সালে মুক্তি পায়। কিন্তু জার্মান Movie হওয়ার কারণে বাইরের দেশগুলোতে Movie-টি Banned হয়ে যায়। অবশেষে ১৯৯২ সালে VHS-এ Censored Version এবং ২০০৫ সালে DVD-তে Uncensored Version মুক্তি দেওয়া হয়... এর IMDb Point ৬.৬/১০... Movie-টির কিছু Screen Shot দেখুন... Titanic (1953) "Nearer, my God, to Thee" – এই বিখ্যাত গানটি এই Movie-টির। 20th Century Fox-এর এটিই প্রথম Titanic নিয়ে নির্মিত Movie যার নির্মাণ ব্যয় ছিল $১.৮০৫ মিলিয়ন। ১৯৫৩ সালে Jean Negulesco পরিচালিত Movie-টি ব্যবসা সফলও হয়েছিল কারণ এর আয় ছিল $২.২৫ মিলিয়ন... এর IMDb Point ৭.১/১০... Movie-টির কিছু Screen Shot দেখুন... Raise The Titanic (1980) Clive Cussler-এর লেখা গল্প Raise the Titanic! অবলম্বনে পরিচালক Jerry Jameson ১৯৮০ সালে তৈরী করেন Raise the Titanic Movie-টি... ডুবে যাওয়া Titanic-কে উঠানোর এক অস্বাভাবিক কাহিনী নিয়ে তৈরী এই Movie-টি দর্শক স্বাভাবিকভাবে নিতে পারেনি।

যার ফলশ্রুতিতে Box Office-এ মুখ থুবড়ে পড়তে হয় Movie-টিকে। সেই সময়ে $৩৬ মিলিয়ন ব্যয়ে নির্মিত এই Film-টি সর্বমোট $১৩.৮ মিলিয়ন ফিরিয়ে আনতে পেরেছিল, যা কিনা বলতে গেলে ২য় Titanic Tragedy... এর IMDb Point ৪.২/১০... Movie-টির কিছু Screen Shot দেখুন... S.O.S. Titanic (1979) এটি একটি TV Movie, William Hale ছিলেন যার পরিচালক। প্রকৃতপক্ষে ১৯৭৯ সালে ২৯শে সেপ্টেম্বর ABC টেলিভিশনে দুই পর্বে ভাগ করে এটি সম্প্রচার করা হয়েছিল... এর IMDb Point ৬.১/১০... Movie-টির কিছু Screen Shot দেখুন... Titanic (1996) James Cameron-এর Titanic মুক্তি পাওয়ার ঠিক আগের বছর ১৯৯৬ সালে মুক্তি পায় এটি। মূলত এটিও TV-র জন্য নির্মিত। Robert Lieberman পরিচালিত এই Movie-টির নির্মিত ব্যয় হচ্ছে প্রায় $১৩ মিলিয়ন।

তবে জাহাজের একজন কর্মীর দ্বারা তৃতীয়শ্রেণীর এক যুবতী যাত্রীর ধর্ষণের দৃশ্যটি ব্যাপক সমালোচিত হয়। এর IMDb Point ৬.০/১০... Movie-টির কিছু Screen Shot দেখুন... Titanic 2 (2010) Shane Van Dyke পরিচালিত ২০১০ সালে মুক্তি পাওয়া এই Movie-টি গতানুগতিক সেই Titanic Tragedy নিয়ে নির্মিত নয়। Titanic Tragedy-র ১০০ বছর পূর্তিতে নির্মিত প্রায় একই রকম দেখতে আরেকটি জাহাজ SS Titanic II সমুদ্রপথে যাত্রা শুরু করে, কিন্তু এটিকেও একই ভাগ্য মেনে নিতে হয়েছিল। তবে এবার Ice Berg-এর সাথে সংঘর্ষের কারণে নয় বরং Global Warming-এ গলে যাওয়া Ice Berg থেকে সৃষ্ট সুনামির কারণে জাহাজটি ডুবে যায়। এখানে গতিপথও ছিল বিপরীত USA থেকে UK... এর IMDb Point মাত্র ১.৯/১০... Movie-টির কিছু Screen Shot দেখুন... Atlantic (1929) এই Movie-টা এখনও দেখা হয় নি, কারণ Download Link আগে পাই নি, এখন পেয়েছি।

জেনে রাখুন, এটাই Titanic-এর উপর ভিত্তি করে বানানো প্রথম চলচ্চিত্র। Ewald André Dupont পরিচালিত এই ছবিটি মুক্তি পায় ১৯২৯ সালে... এর IMDb Point ৪.৭/১০... মুভিটি এখনও Download করি নি, তাই Screen Shot দিতে পারছি না... Download Link: সবগুলোর Download Link পাওয়া গেল না, যে কয়টা পেলাম তাই Share করছি... A Night To Remember (1958) Titanic (1943) Raise The Titanic (1980) S.O.S. Titanic (1979) Titanic (1996) Titanic 2 (2010) Atlantic (1929) Titanic নিয়ে আমার আরেকটি পোস্টঃ Titan ও Titanic : কল্পনা ও বাস্তবের অবিশ্বাস্য মিল… ধন্যবাদ সবাইকে...  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।