আমাদের কথা খুঁজে নিন

   

... প্রেম- ব্যক্তিত্বহীনতার অন্যতম কারণ !

''' কারাগারে দ্বারি গেলে তখনই কি মুক্তি মেলে আপনি তুমি ভিতর থেকে চেপে আছো যার দারখান ! '' . নজরুলের মতো এই বিশ্বাসে বিশ্বাসী । রবীন্দ্রনাথের মত আমিও এই বিষয়ে সচেতন যে , '' বোঝা যায় আধো প্রেম , আধখানি প্রেম সম্পুর্ন তার কে বুঝেছে কখন ! '' -- তাই সব .. চারপাশে এত প্রেমিক যে প্রেম ছাড়া অন্যকিছু এখন আর মাথাই ঢোকে না ! ... যতবারই আমি তাদের দিকে তাকাই ততোবারই নতুন কিছু না কিছু শিখি ... ! ... এই যেমন ... প্রেম করার আগে যে সব পুলাপান কথা কইয়া , চিল্লাইয়া পুরা মেস গরম কইরা ফালাইতো, সকালে যাদের জন্য ঠিকমত ঘুমাইতে পারতাম না তাদের পেটে এখন বোম মারলেও কথা বাহির হয় না , চিল্লানোতো অনেক দুরের ব্যাপার । আগে তারা উলটা পালটা হট ভিডিও দেইখা মজা নিতো কিন্তু এখন দেখি উচ্চস্বরে রবীন্দ্রসংগীত শোনে ( এইটা তাদের গার্লফ্রেন্ডদের ইম্প্রেস করার জন্য হবে হয়ত ) । ... ফোন কল আসলেই লাজুক লাজুক ভাব নিয়ে ফুসুর-ফাসুর করতে শুরু করে ! ( মনে হয় সুড়সুড়ি আলাপ ...!... কারন স্বাভাবিক কথাতো অত আস্তে বলার কোন কারন দেখি না ) । ... অনেকে আবার গার্লফ্রেন্ডের কথা রাখতে নামায-কালামও শুরু করে দিয়েছে... ( তবে অনেক ছেলেকে দেখেছি ছ্যাকা খাওয়ার পর আবার নামায বাদ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাদের খুব একটা বেগ পেতে হয় না ! ! ! ) শিক্ষা ঃ প্রেমে পতিত হইলে অতি প্রবল ব্যক্তিত্ববান পুরুষও ভোদাইয়ে পরিনত হয় ... আজাইরা ঘন্টার পর ঘন্টা আকথা, কুকথা (সুড়সুড়ি আলাপ) কইরা সময় নষ্ট করে । এবং প্রেমের প্রাথমিক পর্যায়ে প্রেমিকার দুদ্ধপোষ্য বাছুরে পরিনত হয় ! ...তাই জীবনকে ভালোবাসুন , আধুনিক প্রেম থেকে দূরে থাকুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।