আমাদের কথা খুঁজে নিন

   

এক মাকে পুলিশ আটক করেছে বাচ্চাকে অত্যাচার করার জন্য।

ভারতীয় একটা খবর দেখলাম। এক মাকে পুলিশ আটক করেছে বাচ্চাকে অত্যাচার করার জন্য। বছর ছয়-সাতেক বয়সী এই ছেলেটিকে তার মা প্রায়ই ঘরে আটকে পেটাতেন। সেদিন ইংরেজী কবিতা মুখস্থ করতে না পারায় ছেলেটির মাথার বিভিন্ন জায়গার চুল টেনে টেনে ছিরে ফেলেছেন। ছেলেটির ছবি ছেপেছে; মাথা জুড়ে খাবলা খাবলা জায়গায় চুল নেই। এ পর্যন্ত পরে শিউরে উঠেছেন? এবার বাসার আশেপাশে চোখ বোলাতে থাকেন বা বাসার ভেতরে। আমার-আপনার ভেতর ওরকম একজন... ‘মা’ লুকিয়ে নেই তো? এই বিকৃত সভ্যতার তৈরি করে দেওয়া একজন মা-বাবা; যিনি ছেলে-মেয়েকে টেনে লম্বা করতে, সবার সেরা বানাতে উঠে পড়ে লেগেছেন? আমরা হয়তো চুল ছিড়ছি না। কিন্তু বাচ্চাটির শৈশব ছিড়ে ফেলায় আমরাও কি একইরকম বাবা-মা হয়ে উঠছি নাকি! আরেকবার ভাবুন; প্লিজ আরেকবার ভাবুন। ছেলেটি অনেক সফল একজন ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়ে ওঠার পর একদিন সন্ধ্যায় তার শৈশব হত্যা করার জন্য আপনাকে গালি দেবে না তো! তাহলে কেন এই অত্যাচার? ওকে ছেড়ে দিন, ওকে বাচতে দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।