আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুত এক কৌতুক

অদ্ভুত এক কৌতুক আজম মাহমুদ জীবন মানে- নিজের সাথে নিজের অদ্ভূত এক কৌতুক। কথাটা আমার নয়, ভারতীয় বাংলা একটা আর্টফ্লিমের আচ্ছা এতো কিছু থাকতে জীবন মানে কৌতুক কেন? সোনাগাছী বলো আর দৌলতদিয়া বলো- এটাও কি কৌতুক? গনরিয়ার জীবানু বয়ে বেড়ানোর ভয়ঙ্কর অভিজ্ঞতাও কি কৌতুক? তোমাকে হারিয়ে প্রতিরাতে শোবার আগে একবার মৃত্যুর সাথে কথা বলে নেয়াও কৌতুক? হতে পারে- কৌতুকের কতো বড় অর্থ হয়, আজ সত্যি মনে হচ্ছে সবকিছুর মধ্যে জীবন লুকিয়ে আছে- পার্লামেন্ট, রাজনীতি, সংসার, সমাজ, জন্ম, মৃত্যু প্রেম, ঘৃনা, সবকিছুর গভীরে জীবন লুকিয়ে থাকে, আর জীবনের মধ্যে আশ্চর্য সত্য ভাবে লুকিয়ে থাকে কৌতুক। কৌতুকবশত তোমাকে চেয়েছিলাম জীবনের দামে আবার পথের ধূলোয় তোমাকে ছড়িয়ে দিয়েছি সেই একই কারণে, বেঁচে থাকা যেমন একটা কৌতুক মরে যাওয়াও বড় একটা কৌতুক! ২৩.০৭.২০১২

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.