আমাদের কথা খুঁজে নিন

   

১৪ দল প্রার্থী খালেকের সাথে ওমর (রা) এর তুলনা!

আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলতে চাই কেসিসি নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এর মধ্যেই স্কুলের এক প্রশ্ন নিয়ে তুমুল বির্তকের মধ্যে পড়েছে মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। ইসলাম ধর্ম পরীক্ষার প্রশ্নপত্রে হযরত মোহাম্মদ (সা) এর অন্যতম সাহাবি হযরত ওমর (রা) সাথে ১৪ দল সমর্থিত ও সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের সাথে তুলনা করা হয়েছে। খুলনার একাধিক স্কুলের ১০ম শ্রেণীর ধর্মীয় পরীক্ষায় এ তুলনা করা হয়। গত বৃহস্পতিবার খুলনার বেশ কয়েকটি স্কুলের ১০ম শ্রেণীর ইসলামী ধর্ম শিক্ষা (সৃজনশীল) বিষয়ে পরীক্ষা ছিলো।

৬০ নম্বরের লিখিত প্রশ্নের মধ্যে ৭ নম্বরের দুটি প্রশ্ন নিয়ে তুমুল বির্তক শুরু হয়। ওই সাত নম্বরের দুটি প্রশ্ন ছিলো হযরত ওমর (রা) এর চারিত্রিক গুনের সাথে সদ্য বিদায়ী মেয়র তালকুদার আব্দুল খালেকের তুলনা করা হয়। ৯ এর (গ) এর প্রশ্নে বলা হয়, মেয়র আ. খালেক সাহেবের মাঝে হযরত উমর (রা) এর কোন গুনটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। এ প্রশ্নের নম্বর ছিলো ৩। (ঘ) এর প্রশ্নে ছিলো, আদর্শ মেয়র হিসেবে নিজেতে প্রতিষ্ঠা করতে আ. খালেক সাহেবকে হযরত উমর (রা) এর আরও কোন কোন গুনকে অনুসরণ করতে হবে? আলোচনা কর।

এ প্রশ্নের নম্বর ছিলো ৪। এ দুটি প্রশ্নের কোন বিকল্প প্রশ্ন না থাকায় উত্তর দিতেও বিব্রতবোধ করেছে শিক্ষার্থীরা। জানা যায়, খুলনার কেসিসির পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পশ্চিম টুথপাড়া মাধ্যমিক বিদ্যালয়, দাদা ম্যাচ মাধ্যমিক বিদ্যালয়, শহিদ সরওয়ারর্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পল্লি মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় সহ নগরের একাধিক স্কুলের ১০ম শ্রেণীর পরীক্ষায় এ দুটি প্রশ্ন করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কেসিসির পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাফরাজা বেগম বলেন, আমরা প্রশ্নপত্র করি না। খুলনার অধিকাংশ প্রশ্ন ছাপিয়েছে খুলনা প্রিন্টি প্রেস।

শহরের ফেরিঘাটের এ প্রেস নিজেরাই প্রশ্ন করে স্কুলগুলোতে সরবরাহ করেছে বলে জানা যায়। উল্লেখ্য, শনিবার সকালে তালুকদার আব্দুল খালেক কেসিসির পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাবেন। এদিকে হযরত উমর (রা) এর চারিত্রিক গুনের সাথে তুলনা করে এ ধরনের প্রশ্ন করায় নগরে ব্যাপক ক্ষোভ তৈরী হয়েছে। সাধারণ ভোটার ও জনগণ এ ঘটনার জন্য দায়িদের শাস্তি চেয়েছেন। অন্যদিকে তালুকদার আব্দুল খালেকের সমর্থকেরা জানিয়েছেন শেষ সময় এ ধরনের ঘটনায় বিব্রত তারাও এটাকে তারা যড়যন্ত্র হিসেবে দেখছেন।

Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।