আমাদের কথা খুঁজে নিন

   

এসো নীপবনে ছায়াবীথি তলে, এসো কর স্নান নবধারা জলে...

কাল আবার নতুন এক শুরু, নতুন এক পথ চলা, নতুন এক গল্পের শুরু… কাল থেকে নতুন জব... এরই মধ্যে বর্ষা এসে গেলো… আজ পহেলা আষাঢ়। বর্ষা উজ্জাপনের জন্য একটা শার্ট কিনলাম, সাদার মধ্যে নিল চেক, কি অদ্ভুত উজ্জাপন । কাল যখন খুব সকালে বের হবো খিলখেত এর ওদিকে, কদম ফুল গাছ গুলো কি তার সবটুকু সুন্দর মেলে দিবে, যদি বৃষ্টি হয়… কি সুন্দরই না হবে… বৃষ্টির মধ্যে হাওয়ায় দোল খাবে ফুল গুলি। বর্ষার প্রথম দিনে বৃষ্টি, রিক্সায় করে বৃষ্টিতে ভিজছি… বাহ কি সুন্দর দৃশ্য। অথবা, হাত বাড়িয়ে একটু ছুয়ে দেয়া... কিন্তু ঘনকালো মেঘ দেখে; আনন্দে, হৃদয় ভরে ওঠা কথাগুলো হয়তো দিক হারাবে, কাঁদাবে… সবাই কি আর আমার মতো… তাই তো আমি বৃষ্টির প্রত্যাশা করি… আর বলি… 'এসো নীপবনে ছায়াবীথি তলে, এসো কর স্নান নবধারা জলে...' বর্ষার নবধারা জলের সতেজ স্পর্শ আমাদের সব ক্লান্তি, কষ্ট, বিষাদ দূর করে দিক... আরো বলি, গাই... ‘বর্ষার প্রথম দিনে, ঘন কালো মেঘ দেখে, আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়, সেদিন তাহার সাথে কর পরিচয়। কাছে কাছে থেকেও যে কভু কাছে নয় বর্ষার প্রথম দিনে…’ সবটুকু অসুন্দর যেন, এই বর্ষায় ধুয়ে যায়… সুন্দর সবুজ একটা বাংলাদেশের প্রত্যাশায়… সবাইকে বর্ষার সুভেচ্ছা...... ফিরোজ রশীদ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।