আমাদের কথা খুঁজে নিন

   

ওড়না কথকতা

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই আচ্ছা, মেয়েরা কামিজের সাথে ওড়না পরে কেন?? বক্ষদেশ ঢাকার জন্যই তো? নাকি এর অন্য কোন উদ্দেশ্য আছে? আমার মতে ওড়না যদি কেউ পরে তাহলে ঠিক ভাবে পরা উচিৎ। আর না হলে পরার দরকার নেই। এদেশের এমনিতেই অনেক গরম। শুধু শুধু অপ্রয়োজনে একটা বাড়তি কাপড় শরীরের উপর ফেলে রাখার কোন দরকার নেই যদি সেটা কোন কাজে না লাগে কি বলেন? বাংলাদেশে মেয়েদের ওড়না পরার বিভিন্ন "ইষটাইল" - ১ সঠিক ভাবে দেহের সামনের অংশ ঢেকে পেছনে দুই আঁচল (এটা বেশ ভাল একটা উপায়, দেখতেও শালীন লাগে এবং ওড়না পরার মুল উদ্দেশ্য পূর্ণ হয়) ২ চাদরের মত পেঁচিয়ে পরা (রক্ষণশীল পদ্ধতি, তবে ভাল) ৩ গামছার মত করে সামনে দুই আঁচল দিয়ে পরা (এতে একটু বাউলা ভাব আসে, তবে শালীনতা রক্ষা হয় নিঃসন্দেহে ) ৪ এক সাইডে ওড়না পরা (যা দেখলে আমার মাথায় অনেক প্রকার আকারের প্রশ্ন উদয় হয়, কি কি উদয় হয় তা আপনারাও জানেন আমিও জানি, পোস্টের শালীনতা বজায় রাখার জন্য আর সে ব্যাপারে গেলাম না) ৫ গলার সাথে ওড়না পরা এবং পিছনে দুই আঁচল ফেলে রাখা (এভাবে ওড়না পরার হেতু কি আমি জানিনা।

কামিজের সামনের ডিজাইন দেখানো একটা কারন হতে পারে তবে সেটাই যদি হয় তাহলে ওড়না পরার দরকার কি? ওড়না ছাড়াই তো ডিজাইন আরও ভাল দেখা যায়, নাকি?) একটা কথা আছে, সম্পূর্ণ নগ্ন একটা বস্তু যতটা অশালীন, যতটা খোলামেলা, সেই একই বস্তু আংশিক ঢেকে রাখলে তার অশালীনতা বা রহস্যময়তা কিন্তু আরও অনেক গুন বাড়ে। কাজেই ওড়না পড়লে ঠিক ভাবে পড়ুন। এর কাজ শালীনতা বজায় রাখা, আব্রু রক্ষা করা, অশালীনতা কে উন্মুক্ত প্রদর্শনী করা না। পরিশেষে বলি , আমার দুষ্ট মস্তিস্কে আরও একটা "ঈশটাইল" উঁকি মারছে, সেটা হল ব্যাট ম্যান, সুপার ম্যান দের মত করে পিছনে দুই কাধের সাথে আটকিয়ে পুরো ওড়নাটাই পিছনে রাখা। এতে করে তথাকথিত মূর্খ নারীবাদি যারা নারী স্বাধীনতার বিকৃত অর্থ কেই নিজের জীবনের সার্থকতা মনে করেন তারা এই স্টাইল এ পড়তে পারেন।

আপনাদের স্বাধীনতার ত্রাণকর্তা রূপে দারুন মানাবে!!! তবে কাজের কাজ যে কিছু করতে পারবেন না এটাও মানুষ বুঝে যাবে। ধন্যবাদ সবাইকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।