আমাদের কথা খুঁজে নিন

   

আসেন একটা ভালো খবর শুনাই, এটা আমার জন্য গর্বের একটা বিষয়, কনগ্রাচুলেশনস টু জীবনানন্দদাশের ছায়া

সাধারন একজন লোক, চিকিৎসা বিজ্ঞানে আগ্রহী। হঠাৎ করে একটা খবরে চোখ চলে গেলো, একটা কাজ ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমার ছাত্র, আমাদের প্রিয় ব্লগার জীবনানন্দদাশের ছায়ার একটা কাজ ন্যাশনাল নিউজ মিডিয়াতে আসলো। "উপজেলা-জেলার চেয়ে ঢাকায় ফরমালিনযুক্ত মাছ বেশি বড় মাছে ফরমালিন বেশি" প্রথম আলো, ০৬/০৯/২০১২ " দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রভাষক রিয়াজ উদ্দিনসহ কয়েকজন ২০১১ সালে মাছে ফরমালিনের ব্যবহার নিয়ে গবেষণা করেন। এটি স্ট্যামফোর্ড জার্নাল অন ফার্মাসিউটিক্যাল সায়েন্স-এ প্রকাশিত হয়।

গবেষকেরা ঢাকার যাত্রাবাড়ী ও কারওয়ান বাজার এবং তিনটি সুপার শপ থেকে ১০০টি রুই, কাতল, ইলিশ, মৃগেল এবং সরপুঁটি মাছের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করেন। তাতে সংগৃহীত ৭০ শতাংশ রুই মাছে ফরমালিন পাওয়া যায়। ৫০ শতাংশ কাতল ও ইলিশ মাছে, ৪০ শতাংশ মৃগেল মাছে ফরমালিন পাওয়া যায়। তবে সরপুঁটি মাছে ফরমালিন পাননি তাঁরা। " লিনক - Click This Link যারা পুরো সাইন্স পাবলিকেশনটা পড়তে চান এখানে দেখুন স্ট্যামফোর্ড জার্নাল অন ফার্মাসিউটিক্যাল সায়েন্স Click This Link Click This Link কনগ্রাচুলেশনস টু রিয়াজ এবং অনেক অনেক ভালোবাসা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.