আমাদের কথা খুঁজে নিন

   

৫৪ ধারার ব্যবহার-অপব্যবহার

কমপিউটার জগৎ এর ব্লগ রাজধানী ঢাকাসহ সারাদেশে রাজনৈতিক সহিংসতা বেড়েই চলছে। হতাহতের ঘটনায় সারাদেশেই জড়িতদের গ্রেফতারে চলছে পুলিশের অভিযান। এ ক্ষেত্রে পুলিশ ব্যবহার করছে একমাত্র আইনি অস্ত্র ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা। ধারাটি প্রয়োগ করে যত না অপরাধী আটক বা গ্রেফতার করা হচ্ছে, তার থেকে বেশি হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে। কিছু অসাধু পুলিশ সদস্য ৫৪ ধারার অপব্যবহার করে আটক বাণিজ্য করছে বলেও অভিযোগ রয়েছে।

রাজনৈতিক সহিংসতাকে পুঁজি করে গ্রেফতার করা হচ্ছে সাধারণ মানুষকে। এর ফলে একদিকে মানুষের আইনের প্রতি শ্রদ্ধা কমে আসছে, আর সমালোচনার ঝড় বইছে পুলিশ প্রশাসনের কর্মকাণ্ডে। জানা গেছে, সহিংসতা বা হতাহতের ঘটনায় জড়িতদের পাশাপাশি ৫৪ ধারায় পুলিশ অনেক নিরীহ মানুষকে গ্রেফতার করছে। তথ্য উদ্ধারের নামে পুলিশ গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাদের জন্য রিমান্ডে নিচ্ছে। রিমান্ডের সময় তাদের ওপর চালানো হচ্ছে অমানবিক নির্যাতন।

অনেক সময় ৫৪ ধারায় আটক দেখিয়ে নিয়মিত মামলার আসামিদের জামিনে মুক্ত করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে পুলিশ মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। পুরো প্রতিবেদনটি পরুনঃ এখানে ক্লিক করুন তথ্যসূত্রঃ প্রাইম নিউজ ফেসবুক পেজঃ প্রাইম খবর ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।