আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিন দুই ঘণ্টা লোডশেডিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে একসময় বিদ্যুতের লোডশেডিং তীব্র ছিল, সেটা মানুষ যাতে ভুলে না যায়, সে জন্য প্রতিদিন বিভিন্ন এলাকায় গড়ে দুই ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সংসদে মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা আরও বলেন, ‘৯৬ সালে ক্ষমতায় আসার পর মূল সমস্যা ছিল বিদ্যুৎ। এবারও ক্ষমতায় আসার পর মোট বিদ্যুৎ উৎপাদন ছিল তিন হাজার ২০০ মেগাওয়াট। আমরা এটাকে ছয় হাজার ৩৫০ মেগাওয়াটে উন্নীত করেছি।

’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি নিজেই প্রতিদিন সকালে এক ঘণ্টা এবং বিকেলে এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি, যাতে মানুষ ভুলে না যায়, তারা কী কষ্টে ছিল। এতে অবশ্য উপকারও হয়েছে, বিদ্যুৎ বিল কম আসছে। ’ তিনি দেশবাসীকে সৌরবিদ্যুৎ ব্যবহার এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় স্পিকার বলেন, ‘সংসদে অনেক গণ্যমান্য ব্যক্তি অফিসে না থাকলেও তাঁদের অফিসের ফ্যান, বাতি, এসি বন্ধ না করে চলে যান। এখনই তদন্ত করলে প্রমাণ পাওয়া যাবে।

’ তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীকে কিছু বলার জন্য অনুরোধ জানান। স্বতন্ত্র সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের প্রশ্ন উত্থাপন করেন জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু। তাঁর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০১৩ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন সাত হাজার মেগাওয়াটে উন্নীত করতে সর্বাত্মক চেষ্টা চলছে। দেশীয় উৎপাদন কোম্পানি কর্তৃক সম্পাদিতব্য সব কাজ সফলভাবে শেষ হলে জাতীয় গ্রিডে দৈনিক অতিরিক্ত ৪২০ থেকে ৪৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে বলে আশা করা যায়। অন্যদিকে আন্তর্জাতিক তেল কোম্পানি কর্তৃক গ্যাস উৎপাদন বাড়ানোর কাজ হাতে নেওয়া হয়েছে।

এতে আগামী বছরের মধ্যে আরও প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যোগ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী আরও জানান, ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্যে গ্রিডলাইন ও সাব-স্টেশন নির্মাণ করা হচ্ছে। আগামী বছরের মধ্যবর্তী সময় থেকে এ বিদ্যুৎ পাওয়া যাবে। সুশাসনে ঘাটতির কারণ তিনটি: বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে সুশাসনের ঘাটতি রয়েছে। এর কারণ তিনটি।

এগুলো হলো জনপ্রশাসনে দক্ষতার অভাব, মাঝেমধ্যেই দুর্বল আর্থিক ব্যবস্থাপনা ও অনিয়ম। সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ এবং সমন্বিত ও শক্তিশালী প্রয়াস প্রয়োজন। ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে সংসদনেতা বলেন, বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনায় ২০১৫ সালের মধ্যে দারিদ্র্যের হার ২২ দশমিক ৫ শতাংশ এবং ২০২১ সালে ১৩ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় পাঁচ কোটি মানুষ অর্থনৈতিকভাবে নিম্নবিত্ত থেকে স্বাবলম্বী হয়ে মধ্যবিত্তে উঠে এসেছে। আমিনা আহমেদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা ও বাস্তবায়নে সরকার নানাবিধ বাধা বা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মানসিকতা। নতুন চিন্তা বা উদ্ভাবন নিয়ে কাজ করতে গেলে এ ধরনের বাধা আসা স্বাভাবিক। এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ১৯৯৩ সালে প্রাইভেটাইজেশন বোর্ড ও পরবর্তী সময় ২০০০ সালে প্রাইভেটাইজেশন কমিশন গঠনের পর হতে এ পর্যন্ত ৭৭টি সরকারি শিল্পপ্রতিষ্ঠানকে বেসরকারীকরণ করা হয়েছে। এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে সংসদনেতা জানান, ‘ঢাকা সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম ইস্টার্ন বাইপাস সড়ক বহুমুখী প্রকল্প’ নিয়ে গত ৭ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সভা হয়। ওই সভায় প্রস্তাবিত প্রকল্পের বাস্তব অবস্থা সরেজমিন পরিদর্শন ও পর্যালোচনা করে প্রকল্পটি হালনাগাদের বিষয়ে সুপারিশ করতে কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

৩০ সেপ্টেম্বরের মধ্যে সুপারিশ দেওয়ার জন্য কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। নিরন্তর সচেষ্ট থেকে সরকার সে দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের সাফল্য দেশে-বিদেশে বিপুল প্রশংসা কুড়িয়েছে।

মানুষ এখন নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে তাদের উৎসব-পর্বাদি পালন করছে কিসু মন্তব্য ------- খমতায় আসার পরে বিদ্যুতের দাম ৬ দফা বাড়িয়েছেন! বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে নাই! বাড়ি ভাড়ার ১/৩ ংশর সমান এখন বিদ্যুত বিল দিতে হয় সেটা কি উপলবিধ করেন আপনারা? সাহস করে বলতে পারেন না যে আমরা যে বিদ্যুত উতপাদন করি তা দিয়ে ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুত দেয়া সম্ভব না। তাই দিনে ২ ঘন্টা করে লোডশেডিং দিতে হবে। সত্য বলতে শিখুন। আমার খুব জানতে ইচ্ছে করছে, প্রধানমন্ত্রী বা অন‍্যান‍্য মন্ত্রী সাংসদদের কার্যালয় বা বাসভবনে কি দৈনিক দু'ঘন্টা লোডশেডিং করা হয়? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.