আমাদের কথা খুঁজে নিন

   

এপল এবং স্যামসাং এর মহাকাব্যিক দ্বৈরথঃ স্যামসাং এর জোচ্চুরি এবং ১ বিলিয়ন ডলারের খেসারত

নতুন ঠিকানাঃ http://amarlekhoni.blogspot.com/ বর্তমানে অনলাইন এবং অফলাইন জগতে ঝড় তোলা খবর হল, স্যামসাঙ এর ১ বিলিয়ন ডলার জরিমানা, ইউ এস কোর্টে । এবার দেখুন এপলের যেসব পেটেন্ট স্যামসাং ভেঙ্গেছে এবং স্যামসাং এর জোচ্চুরি গুলোর প্রমাণ । এপল এর পেটেন্ট ক্লেইমঃ '381 patent: কোন ছবি অথবা ডকুমেন্টের শেষ পর্যায়ে গিয়ে বাউন্স ব্যাক ফিচার দিয়ে ফিরে আসার সুবিধা '915 patent: সিঙ্গেল টাচ স্ক্রল এবং মাল্টি টাচ( পিঞ্চ টু যুম) সুবিধা '163 patent: ডাবল টাচে কোন ডকুমেন্ট বা পেজ বড় করার সুবিধা D '677 patent এবং D '087 patent: আই ফোনের ফ্রন্ট লুক D '305 patent: বর্গ আকৃতির ( কোণ গোলাকার) আইফোনের আইকন একটি কালো ব্যকগ্রাউন্ডের উপরে D '889 patent: ট্যব্লেট পিসির ইন্ড্রাস্টিয়াল ডিজাইন (আইপ্যাড এর) আরো আছে, যেমন স্লাইড করে ফোন আনলক , ইনবক্সের কনভারসেশন ভিউইং স্টাইল ইত্যাদি এবার দেখেন আইকন চুরি দেখেন আইকন গুলোর মধ্যে মিল লক্ষ্য করা যাচ্ছে আরো জোচ্চুরি ম্যাক মিনির নির্লজ্জ নকলঃ এখানেই শেষ নয় ইউ এস বি পোর্টের প্রতি ভালুবাসা ৪ বছর পরে চুরি। ইন্ডিয়ানদের মত গুগল ম্যাপ কালো আর ধলা বাহিরে কেবল। ভিতরে সবার সমান রাঙ্গা পুরা এপ্লিকেশন মাইরা দিছে স্যামসাং এপলের স্টাইল খুব লাইক করে এভাবে বক্স পর্যন্ত নকল করতে হয় এটা কি এপল স্টোর নাকি? এপল এর সাফারির লোগো দেখা যায় যদিও আমি একজন স্যামসাং ইউজার, চোরের বিরুদ্ধে আমার গলা আজীবন প্রতিবাদী থাকবে গ্যালাক্সী এস৩ ইউজার রা নিশ্চিন্তে থাকুন। স্যামসাং এই ঝামেলার জন্য আগেই প্রস্তুত ছিল (চোরের মনে পুলিশ পুলিশ ) । তাই এস৩ কে সব ধরনের ত্রুটি মুক্ত রাখা হয়েছে এবার একটু মজা নেন ক্রেডিটঃ এই পোস্ট হিট হলে, আগামী পোস্টে থাকবে স্যামসাং কিভাবে কাউন্টার দিল এবং এপলের ফাঁকিবাজি সমূহ ( আবার মনে করায়ে দিই আমি স্যামসাং ইউজার )  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।