আমাদের কথা খুঁজে নিন

   

ছবি তুলার ধরন অনুযায়ী মাইয়্যাগো প্রকারভেদ -

মুচকি হাসির মাইয়্যাঃ ছবি তুলার টাইমে যত ইস্টাইলই ধরুক, মুচকি হাসি একখান থাকবোই। ছবি দেইখ্যা মনে লয় জন্ম থেইক্কাই উনার ঠোঁট বেকা। এই ধরনের মাইয়্যাগো দাঁতে পোকা থাকে দাঁত হাসির মাইয়্যাঃ দাঁত না দেখাইয়া ফটো তুলতে পারে না। আর দাঁত দেখলেই ক্লোজআপ আর হারপিকের কথা বেশি মনে পড়ে। অর্ধ-ফেস মাইয়্যাঃ এই টাইপের মাইয়া গুলা সারাজীবন অর্ধেক ফেস তুলে, দেখলে মনে হয় উনি অর্ধেক ফেস লইয়া পৃথিবীতে জন্ম লইছে। ক্যাজমিন মাইয়া ( ক্যামেরা+জমিন)ঃ ক্যামেরা উপড়ে মাইয়া নিচে। ক্যামেরা উপড়ে তুইল্যা মাইয়া কি দেখাইতে চায় সেটাই ভাব্বার বিষয় হাফেস মাইয়া (হাত+ফেস)ঃ দেখলে মনে হয় প্রতিবন্দী, হাত গালের লগে সারাজীবন সংযুক্ত রাইখ্যা ফটো তুইল্যা থাকে চুমাইয়্যা ( চুল+মাইয়্যা)ঃ এধরনের মাইয়্যাদের চুল ফেসের উপর দিয়া ইস্টাইল করে থাকে আয়না মাইয়্যাঃ পাওডার কম হইলো না বেশি হইলো সেইটা বুঝার লাইগ্যা আয়নার সামনে দাড়াঁইয়া ফটো তুইল্যা থাকে। আর পারুম না :\ পারলে আপ্নারা কিছু দেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।