আমাদের কথা খুঁজে নিন

   

চেনা কিছু বাংলা গানের গীতিকার ও সুরকারের নাম :: সংগ্রহে রাখুন!!!

পথ হারা পাখি কেঁদে ফিরি একা!!! আমরা গান শুনি। ভালো লাগে, হৃদয়ে গেঁথে থাকে। কিন্তু একটি গানের অন্তরালে অনেক মানুষের শ্রম থাকে। তাই আমি কিছু বিখ্যাত বাংলা গানের গীতিকার ও সুরকারের নাম দিয়ে দিলাম। যদি বাদ্যযন্ত্র বাদকদের নাম সংগ্রহ করতে পারতাম তাহলে তাদের নামও দিয়ে দিতাম।

আসলে আমাদের গৌরবের একটা জেনারেশন চলে যাচ্ছে। আসুন আমরা গুণীকে সম্মান করতে শিখি ও তাদের মনে রাখি তাহলেই আমার দেশে গুণী মানুষের অভাব হবে না। ১৯৭১ সালে অসংখ্য গান মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলো। আসুন জেনে নেই সে সময়ের জনপ্রিয় কিছু গানের গীতিকার ও সুরকারের নাম। ১।

আমার সোনার বাংলা... গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর ২ এক নদী রক্ত পেরিয়ে... গীতিকারঃ খান আতাউর রহমান সুরকারঃ খান আতাউর রহমান ৩ এক সাগর রক্তের বিনিময়ে... গীতিকারঃ গোবিন্দ হালদার সুরকারঃ আপেল মাহামুদ ৪ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে... গীতিকারঃ গোবিন্দ হালদার সুরকারঃ আপেল মাহামুদ ধনধান্যে পুষ্প ভরা... গীতিকারঃ দ্বিজেন্দ্রলাল রায় সুরকারঃ দ্বিজেন্দ্রলাল রায় ৫ সালাম সালাম হাজার সালাম... গীতিকারঃ ফজলে খোদা সুরকারঃ আব্দুর জব্বার ৬ একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়... গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার সুরকারঃ আনোয়ার পারভেজ ৭ এই পদ্মা এই মেঘনা এই যমুনা সূরমা নদী তটে... গীতিকারঃ আবু জাফর সুরকারঃ আবু জাফর ৮ একতারা তুই দেশের কথা বলরে আমায় বল... গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার সত্য সাহা ৯ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে... গীতিকারঃ গোবিন্দ হালদার সুরকারঃ গোবিন্দ হালদার ১০ সব কটি জানালা খুলে দাও না... গীতিকারঃ নজরুল ইসলাম বাবু সুরকারঃ নজরুল ইসলাম বাবু ১১ দুর্গম গিরি কান্তার... গীতিকারঃ কাজী নজরুল ইসলাম সুরকারঃ কাজী নজরুল ইসলাম ১২ জনতার সংগ্রাম চলবেই... গীতিকারঃ সিকানদার আবু জাফর সুরকারঃ শেখ লুৎফর রহমান ১৩ বাংলার মাটি বাংলার জল... গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৪ ভয় কি মরনে... গীতিকারঃ মুকুন্দ দাস মুকুন্দ দাস ১৫ বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ... গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার সুরকারঃ সমর দাস ১৬ ভেবো নাকো মা তোমার ছেলেরা... গীতিকারঃ মোস্তাফিজুর রহমান সুরকারঃ সমর দাস ১৭ তীর হারা এই ঢেউয়ের সাগর... গীতিকারঃ আপেল মাহামুদ সুরকারঃ আপেল মাহামুদ ১৮ রক্ত দিয়ে নাম লিখেছি... গীতিকারঃ আবুল কাশেম সুরকারঃ সন্দ্বীপ সুজেয় শ্যাম ১৯ ও আমার দেশের মাটি... গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর ২০ এই শিকল পড়া ছল... গীতিকারঃ কাজী নজরুল ইসলাম সুরকারঃ কাজী নজরুল ইসলাম ২১ জন্ম আমার ধন্য হলো... গীতিকারঃ নয়ীম গহর সুরকারঃ আজাদ রহমান ২২ দাম দিয়ে কিনেছি বাংলা... গীতিকারঃ আব্দুল লতিফ সুরকারঃ আব্দুল লতিফ ২৩ আজি বাংলাদেশের হৃদয় হতে... গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর ২৪ নোঙ্গর তোলো তোলো সময়... গীতিকারঃ নয়ীম গহর সুরকারঃ সমর দাস ২৫ সোনা সোনা সোনা লোকে বলে সোনা... গীতিকারঃ আব্দুল লতিফ সুরকারঃ আব্দুল লতিফ ২৬ ও আমার বাংলা মা তোর... গীতিকারঃ আবুল ওমরাহ মোঃ ফখরুদ্দিন সুরকারঃ আলাউদ্দিন আলী ২৭ বিচারপতি তোমার বিচার করবে যারা... গীতিকারঃ সলিল চৌধুরী সুরকারঃ সলিল চৌধুরী ২৮ জয় বাংলা বাংলার জয়... গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার সুরকারঃ আনোয়ার পারভেজ ২৯ সার্থক জনম আমার... গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর বিবিসি বাংলা ২০১০ইং সালে এক জরিপের মাধ্যমে বাংলাভাষার সবচেয়ে জনপ্রিয় ২০টি গান নির্বাচিত করে। সেই ২০টি গান আপনাদের উদ্দ্যেশ্যে দেয়া হলো। প্রথম আমার সোনার বাংলা আমি তোমায় ভলোবাসি। শিল্পীঃ সমবেত কন্ঠ গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। শিল্পীঃ ভৃপেন হাজারিকা গীতিকারঃ ভৃপেন হাজারিকা সুরকারঃ ভৃপেন হাজারিকা তৃতীয় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী শিল্পীঃ আব্দুল লতিফ গীতিকারঃ আব্দুল গফফার চৌধুরী সুরকারঃ আলতাফ মাহামুদ চতুর্থ কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই শিল্পীঃ মান্না দে গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার সুরকারঃ সপর্ণ কান্তি ঘোষ।

পঞ্চম এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ্ গীতিকারঃ গোবিন্দ হালদার সুরকারঃ আপেল মাহামুদ ছষ্ঠ আমি বাংলায় গান গাই শিল্পীঃ মাহমুদুজ্জামান বাবু গীতিকারঃ প্রতুল মুখপাধ্যায় সপ্তম মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি শিল্পীঃ আপেল মাহামুদ গীতিকারঃ গোবিন্দ হালদার সুরকারঃ আপেল মাহামুদ অষ্টম তুমি আজ কতদূরে শিল্পীঃ জগন্ময় মিত্র গীতিকারঃ প্রণব রায় সুরকারঃ সুবর দাস গুপ্ত নবম এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ্ গীতিকারঃ খান আতাউর রহমান সুরকারঃ খান আতাউর রহমান দশম ধন ধান্যে পুষ্পে ভার আমাদের এই বসুন্ধরা শিল্পীঃ সমবেত কন্ঠ গীতিকারঃ দ্বিজেন্দ্রলাল রায় সুরকারঃ দ্বিজেন্দ্রলাল রায় একাদশ মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে শিল্পীঃ হেমন্ত মুখপাধ্যায় গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার সুরকারঃ হেমন্ত মুখপাধ্যায় দ্বাদশ সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে শিল্পীঃ আব্দুল জব্বার গীতিকারঃ ফলজ এ খোদা সুরকারঃ আব্দুল জব্বার ত্রৈয়দশ জয় বাংলা বাংলার জয় শিল্পীঃ সমবেত কন্ঠ গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার সুরকারঃ আনোয়ার পারভেজ চর্তুদশ খাঁচার ভেতর অচিন পাখি শিল্পীঃ ফরিদা পারভীন গীতিকারঃ লালন ফকির সুরকারঃ লালন ফকির পঞ্চদশ একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার সায় শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ্ গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার সুরকারঃ আনোয়ার পারভেজ ছষ্ঠদশ কারার ঐ লৌহ কপাট শিল্পীঃ সমবেত গীতিকারঃ কাজী নজরুল ইসলাম সুরকারঃ কাজী নজরুল ইসরাম সপ্তদশ এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে শিল্পীঃ ফরিদা পারভিন গীতিকারঃ আবু জাফর সুরকারঃ আবু জাফর অষ্টোদশ চল চল চল ঊর্দ্ধ গগনে বাজে মাদল শিল্পীঃ সমবেত গীতিকারঃ কাজী নজরুল ইসলাম সুরকারঃ কাজী নজরুল ইসলাম ঊনিশ তম একতারা তুই দেশের কথা বলরে এবার বল শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ্ গীতিকারঃ গাজী মাযহারুল আনোয়ার সুরকারঃ আনোয়ার পারভেজ বিশ তম তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় শিল্পীঃ আব্দুল জব্বার গীতিকারঃ মোঃ মনিরুজ্জামান সুরকারঃ সত্য সাহা আসুন উৎসব, আনন্দে এই গুণীদের কথা মনে রাখি। কোন পরিস্থিতিতে কেমন গান গাইবেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.