আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন কিশোর ম্যাগাজিন

একবার তো লিখলাম । ভালো একটা খবর আছে... বের হচ্ছে বাংলাদেশের প্রথম অনলাইন কিশোর পাক্ষিক হা ডু ডু (http://www.hadudu.net) আর হ্যা, তুমি কি লেখ? যদি লেখ তাহলে কলম হাতে বসে পড়ো অথবা বসে যাও কম্পিউটারের সামনে । লিখে ফেল আর পাঠিয়ে দাও আমাদের । আবার অনেক আগে লিখেছ কিন্তু লজ্জা পাও বলে কাউকে দেখাও নি । লজ্জা ঝেড়ে ফেল আর লেখাটা পাঠিয়ে দাও ।

তুমি হয়তো নিজেই জানোনা তুমি কত ভালো লিখতে পারো । তোমার লেখার অপেক্ষায় আমরা । আর হাডুডু’র প্রতি সংখ্যা হবে তোমাদের সব লেখা নিয়েই । আর লেখার বিষয়গুলো হল; # উপন্যাস #ছোট গল্প #ভৌতিক অভিজ্ঞতা #কবিতা/ছড়া #ভ্রমন কাহিনী # রম্য রচনা #যা ইচ্ছা তাই আর যদি না লেখ তাহলে আরো ভালো । ভালো ভালো লেখা পড়ার জন্য দম বন্ধ করে অপেক্ষা করো ।

আসছে তোমাদের প্রিয় লেখকদের লেখা, আর তাদের লেখা যারা তোমাদের প্রিয় লেখকদের তালিকায় আসতে যাচ্ছে । লেখা পাঠানোর জন্য ভিসিট করো - http://www.hadudu.net অথবা মেইল করো – ফেসবুক ফ্যানপেজ - http://www.facebook.com/hadudu.net অথবা যে কোন দরকারে ফোন কর - ০১৮৩৭৮৭৩৭৩৩, ০৪৪৭৫০১১৩৮৯ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।