আমাদের কথা খুঁজে নিন

   

মা নাকি অসুস্থ?

কষ্ট করে যদি পুরোটা পড়তেন একটা পেজ থেকে পেলাম --- কাছের এক বন্ধুর মা কোলন ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য অতি সত্বর ১০লক্ষ টাকার প্রয়োজন। ইতোমধ্যে ১২ টি কেমোথেরাপি দেয়ার কারনে বর্তমানে তাঁর পরিবারের একার পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় মানবতার স্বার্থে তাঁর চিকিৎসার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ রইল। সবার কাছে যতটা সম্ভব সাহায্য কামনা করছি।

সবার সাহায্যই পারে এই মা-কে বাঁচাতে। =================== মাঝে মাঝে এই ধরনের সট্যাটাস দেখি, পড়ি, লাইক দেই, শেয়ার করি, আল্লাহ জানেন কখনো কারো উপকার হয়েছে কিনা । কিন্তু, এই ধরনের খবর পড়ে আজ পযর্ন্ত নিজের পকেট থেকে কিছুই দেইনি; রাস্তাঘাটের সামান্য কিছু দানের কথা ধরছি না। শুধু চোখ বুলিয়ে আর শেয়ার করেই দায়িত্ব্য শেষ হয় না। মানুষ হয়ে যে জন্মিয়েছি, তার একটু পরিচয় দিতে পারার ক্ষমতাও রাখতে হবে।

হ্যা, ব্যাংক একাউন্ট নাম্বারটা দেখেছি, কিছু টাকা দেয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমাকে না শুধু আমদের সবাইকে, ১০০ কিংবা ১,০০০ নতুবা আরো কিছু শুন্য বেশী। একটা মায়ের জন্যে, আমাদের কারো মা, আমার মা। মা, অনেকতো চোখের পানি ঝরালে সন্তানকে মানুষ করতে, দেখনা এইবার এই সন্তানরাও তাদের কিছু ঘাম ঝরা অথর্ দিয়ে তোমাকে সুস্থ করবে, আবার তোমাকে জ্বালানোর জন্যে। ==================== *** সবার দৃষ্টি আকর্ষণ করছি! ***(জরুরী)*** আম্মু/মা/মামনি... কত অমূল্য একটা উপহার সৃষ্টিকর্তার। এই মানুষটা ছাড়া সব কেমন বেমানান,অস্থির।

আর মায়ের কষ্টের সময় সন্তানরাই তো পাশে দাঁড়াবে,তাই না? সবাই কত অপচয় তো আমরা এমনিতেই করি,দুদিন নাহয় না করি? একজন মায়ের জন্য কিছু করি,একটা বন্ধুর পাশে দাঁড়াই? "১০০০০০০ টি এক টাকার কয়েন দিয়ে ১০ লক্ষ টাকা বানানো সম্ভব। বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা মাত্র ১৮ লক্ষ ৬১ হাজার ৫৬০ জন! এতোগুলো মানুষ মিলে একজন মা কে বাঁচাতে পারবো না?" বন্ধু পার্থর মা কোলন ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য অতি সত্বর ১০লক্ষ টাকার প্রয়োজন। বিকাশ এর মাধ্যমে টাকা পাঠানো যাবে। বিকাশ নম্বরঃ (Bkash no) 01764139708 (Personal) যারা বিকাশ এর মাধ্যমে অর্থ সাহায্য পাঠাতে চান তারা টাকা পাঠানোর পর অবশ্যই যে নম্বরটি থেকে টাকা পাঠাচ্ছেন তা এবং টাকার পরিমাণ বিকাশ এর নম্বরটিতে (01764139708) মেসেজ করে পাঠিয়ে দেবেন।

তা নাহলে আমাদের পক্ষে টাকা সংগ্রহ করা সম্ভব হবে না। ব্যাংক একাউন্ট নম্বরঃ (Bank account no) Nibaran Barua ; Bank Asia, Bashundhara Branch. ... Acc. No.: 02334004631 বিকাশ বা ব্যাংক ছাড়াও সরাসরি যোগাযোগ করে সাহায্য করতে পারেন আমাদের। কলেজ বা বিশ্ববিদ্যালয় গুলো থেকে সরাসরি সাহায্য পাঠানোর জন্য আরো কয়েক জন প্রতিনিধির সাথে যোগাযোগের ঠিকানা দিচ্ছি। *চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়- (CU) Tanvir Swapnil - 01819905630 Sazzad Hossain Riyad - 01730940231 Amzad Hossain Dinar - 01670355108 *চট্টগ্রাম মেডিকেল কলেজ- (CMC) Rafayet Hossain Chowdhury - 01191254510 *সিলেট মেডিকেল কলেজ- Aritro Das - 01745103077 *বগুড়া মেডিকেল কলেজ- (BMC) Vämpîré Säbbîr - 01671472008 *খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET) হাসান তারেক - 01670281229 *শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST) ফারহান সাদিক - 01821705327 * CUET- হালকা প্রকৌশলী আনন্দ - 01676964556 Turjoy Das - 01676309966 *RUET- Miraj Alam - 01725288429 *IIUC- Md Ziauddin Bablu - 01760699582 *BUET- Zia Uddin Jewel - 01670548968 Sarzil Rèiñcårñatéd - 01822668334 যেকোন ধরণের তথ্য বা সাহায্যের জন্য যোগাযোগ ১. আনজামুল হক আনন্দ- 01676964556 ২. জিয়া উদ্দিন জুয়েল - 01670548968 (বন্ধুদের অনুরোধ করছি, মেসেজটা ছড়িয়ে দিতে এবং যে যেভাবে পারা যায় সাহায্য করতে। এ মুহূর্তে প্রত্যেকের সাহায্য খুব দরকার!) =============== আমি চিনি না এই মা কে, কোথায় থাকে, কার মা; জানি শুধু মা অসুস্থ . . . . ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।