আমাদের কথা খুঁজে নিন

   

নীল জ্যোৎস্না

জীবন আরশিতে নীল জ্যোৎস্নায় ভরে গেছে আকাশ; অনুভূতিতে কষ্টের হাওয়া উড়িয়ে দিয়ে গেল নীলচ্ছটা একরাশ। তুমি জানো নাকো কতো ব্যথায় নীল হয়েছে জীবন পাপড়ির দল; ঝরে পরেছে নাবলা কথার মালা, উদ্বেলিত হৃদয় নদীর জল। ফেরারী সূর্যটা জীবন সাগরে ডোবে যেতে যখন ছুটে চলেছে প্রতিনিয়ত; তোমার আকাশের দিকে দু'হাত বাড়িয়ে সুখ চেয়েছি অবিরত। নির্ঘুম রাতের নৈঃশব্দ্য ভেঙে স্বপ্নগুলো পাখা ঝাপটিয়ে উড়তে চাইলো যখন তোমার হাত ধরে; মরূদ্যানে ফুল ফুটিয়ে তোমার ভালোবাসা কনক প্রভা হয়ে জীবনাকাশ আলোকিত করে নিয়ে গেলো দূরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।