আমাদের কথা খুঁজে নিন

   

উঠে গেল নিষেধাজ্ঞা, পাল্টে গেল দৃশ্য

আবার হিজাব পরে খবর পড়া শুরু করেছেন মিসরের নারী সংবাদ উপস্থাপিকারা। গতকাল রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে হিজাব পরিহিত এক নারীকে সংবাদ উপস্থাপন করতে দেখা গেছে। ১৯৬০ সালে প্রতিষ্ঠার পর এই হিজাব পরা উপস্থাপিকাকে মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেল বলে বিবিসি জানিয়েছে। বিবিসি আরও জানায়, ফাতেমা নাবিল নামের ওই সংবাদ উপস্থাপিকা গতকাল ঘিয়ে রঙের একটি হিজাব পরে দুপুরের সংবাদ পড়েন। তাঁর মতো ওই টেলিভিশন চ্যানেলের অন্যান্য সংবাদ ও আবহাওয়ার খবর পাঠিকাদেরও হিজাব পরে খবর পড়তে বলা হয়েছে।

এ ব্যাপারে বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে ফাতেমা বলেন, ‘শেষ পর্যন্ত এই পরিবর্তনটি রাষ্ট্রীয় টেলিভিশনে এসে পৌঁছেছে। ’ মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের শাসনামলে টেলিভিশন মিডিয়াগুলোতে নারী উপস্থাপিকাদের চুল ঢাকার বিষয়ে একটি অলিখিত নিষেধাজ্ঞা ছিল। সে কারণে হিজাব পরিহিত নারীদের টিভিতে উপস্থাপনার কাজ থেকে দূরে রাখা হতো। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কয়েকজন নারী মামলা করেন এবং জয়লাভও করেন। তার পরও মোবারক সরকার আদালতের রায় উপেক্ষা করে নারীদের হিজাব না পরে সংবাদ উপস্থাপন অব্যাহত রাখে।

কিন্তু মুসলিম ব্রাদারহুড-সমর্থিত সরকার এ ব্যাপারে নতুন নিয়ম জারি করেছে। মিসরের প্রায় ৭০ শতাংশ নারী হিজাব পরে বলে যুক্তি দেখায় তারা। দেশটির নবনিযুক্ত তথ্যমন্ত্রী সালেহ আবদেল মাকসুদ বলেন, অন্যান্য আরব দেশসহ বিভিন্ন আন্তর্জাতিক টেলিভিশনগুলোতে মুসলিম নারীরা হিজাব পরেই পর্দায় আসেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।