আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা : নারীর হাতে খুন হতে চাই

নারীর হাতে খুন হতে চাই আখতারুজ্জামান আজাদ জন্মেছিলাম নারীর গর্ভে, মরতেও চাই নারীর হাতে। চাই না তুচ্ছ ট্রেন বা ট্রামে কাটা পড়ে, আত্মীয় বা আততায়ীর গুলিতে আমার মৃত্যু হোক; চাই না দীর্ঘ কর্কটব্যাধি বা বহুমূত্রে ভুগে ভুগে আমার মৃত্যু হোক; চাই না রাষ্ট্রীয় জল্লাদের ম্যানিলা রোপে কিংবা মূর্খ মৌলবাদীর চাপাতির কোপে আমার মৃত্যু হোক! আমি চাই আমার সকালমৃত্যু হোক। আমি চাই ধানীরঙা শাড়িপরিহিত কোনো নারীর রাতভর উপর্যুপরি দুঃখের আঘাতে ধুঁকে ধুঁকে কোনো এক সকালে আমার অপমৃত্যু হোক! আমার মৃত্যুর পর বাংলাদেশের সাড়ে সাত কোটি নারী সমস্বরে বলে উঠুক -- "আলহামদুলিল্লাহ্ বিল খায়ের! আলহামদুলিল্লাহ্ বিল খায়ের! সকল প্রশংসা আল্লার, কিছু প্রশংসা সাবালিকার।" শপথ কবিতার, শপথ পাঞ্জাবির, শপথ সাবালিকার -- আমি নারীর হাতেই সকালে অকালে খুন হতে চাই! জন্মের জন্যে আমি নারীর কাছে ঋণী, নারীর হাতে মরে গিয়ে আমি জন্মের ঋণ শুধে যেতে চাই। শ্রাবণ বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ৬ আগস্ট ২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.