আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি

মহাবিশ্বের মহাকাশ ফাড়ি' চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি' ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া, উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর! ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি। পাপবিদুগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যারা মরুর তপ্ত বক্ষ নিঙ্গাড়ি শীতল শান্তিধারা; উচ্চ-নীচের ভেদ ভাঙ্গি দিল সবারে বক্ষ পাতি। আমরা সেই সে জাতি।

। কেবল মুসলমানের লাগিয়া আসেনি ক ইসলাম সত্যে যে চায়, আল্লায় মানে, মুসলিম তারি নাম। আমীর –ফকিরে ভেদ নাই সবে সব ভাই এক সাথী আমরা সেই সে জাতি। । নারীরে প্রথম দিয়াছি মুক্তি নর- সম অধিকার মানুষের গড়া প্রাচির ভাঙ্গিয়া করিয়াছি একাকার, আঁধার রাতের বোরখা উতারি এনেছি আশার বাতি।

আমরা সেই সে জাতি। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.