আমাদের কথা খুঁজে নিন

   

ছড়াঃ কম্পিউটার

(কৈশোরে লিখা যখোন ঐ আজব entity র সান্নিধ্যে পহেলা আসা) ধরে না তো বায়না আলুচীপ খায়না খায় সে তো বিদ্যুৎ ঃ ধুত্তোরি ধুৎ! এটা তবে ভূত? ঃ ভূত না তো, অদ্ভূত! যা তুমি বলবে সেই পথে চলবে নেই তার স্বাধীনতা । মানুষের অধীনতা মেনে নেয় আপসে আদেশের দাশ সে 'সেল' আছে ঘিলু নাই লজিকের পথে তাই আনমনে চলে সে মেমোরীর থলেতে সবকিছু লুকাবে যা তুমি ঢোকাবে তাইতো সে ভুলে না ঘুমে কভূ ঢুলে না করে কাজ রাত দিন সপ্তাহে সাতদিন বেশি কথা বলে না বিপদে সে টলে না সাহসী সে চাঁদে যায় যুদ্ধের মাঠে যায় মজলুমের রান্না আহাজারি কান্না থাকে তবু শান্ত নেই তার প্রাণ্ তো ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।