আমাদের কথা খুঁজে নিন

   

খান একাডেমির নতুন প্রকল্প আর শিক্ষক.কম এর কথা

"লেখা কম, পড়া বেশি" ব্লগার ব্লগে খান একাডেমি চেনে না এমন কাউকে হয়তো পাওয়া যাবে না। সেই যে বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক সালমান খান, যে কিনা নিজের খালাতো বোনকে লেখাপড়ায় সাহায্য করতে গিয়ে ইউটিউবে ক্লাস খুলে বসেছে। আমি এই ছেলেটার তৈরি প্রতিষ্ঠান খান একাডেমীর কথা বলছি। ছবিতে সালমান খান। ছবিসূত্র : উইকিপিডিয়া দুনিয়া তোলপাড় করা এই ছেলেটার স্বপ্ন আর তার গুণগ্রাহী বিলগেটসের বক্তব্য পাওয়া যাবে নিচের ভিডিওতে।

যাই হোক, ফেসবুকে ওদের পেজটা সাবস্ক্রাইব করে রেখেছি। কয়েকদিন আগে হোমপেজে দেখলাম ওরা একটা আপডেট দিয়েছে। বলেছে ওরা নাকি নতুন প্রোজেক্ট 'কম্পিউটার সায়েন্স' শুরু করেছে। একটু ঘুরে ফিরে দেখলাম। ভালোই লাগলো।

প্রোগাম লিখে ইচ্ছে মত ইন্টারএ্যাকটিভ ভিডিও তৈরির বিষয়টা ভালেই লাগলো। শুভ কামনা রইলো খান সাহেব। আরো সব উদ্ভবনী আইডিয়া আশা করছি আপনার কাছে থেকে। তবে আপনার ভিডিওগুলোর বাংলা অনুবাদ প্রোজেক্ট নিয়ে আমি খুব হতাশ। এই ভিডিওগুলো কারা কাজে লাগাতে পারবে সেদিকে নজর না দিয়ে শুধু শুধু কাঠ কাঠ কন্ঠে অনুবাদের বিষয়টা আমার একদম ভালো লাগেনি।

এর চেয়ে শিক্ষক.কম এর উদ্যোগ অনেক বেশি ইনোভেটিভ। অনেকগুলো কোসর্ সেখানে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শিক্ষক.কম নিয়ে এর প্রতিষ্ঠাতার বক্তব্য পাওয়া যাবে নিচের ভিডিওতে। এই উদ্যোগ নিয়ে ব্লগার পলাশ একটা লেখাও লিখেছেন। লিংক-> ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো এক দল মেধাবি বাংলাদেশীর মাতৃভাষা বাংলায় মুক্ত জ্ঞানের প্রকাশ ও বিকাশের উদ্যোগ।

শিক্ষা বিস্তারে এমন উদ্যোগের তুলনা হয়না। দুটো উদ্যোগই সফল ভাবে এগিয়ে চলুক। এই কামনা-ই করি। হ্যাপি ব্লগিং! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।