আমাদের কথা খুঁজে নিন

   

আজাই্যরা পোস্ট, মাইর দিয়েন না।

ভালো থাকার চেষ্টা করি সদা ফালতু ধরনের কথা-বার্তা লিখতে বরাবরই আমার ভালো লাগে। যাদের মাথার ভিতর গোবর নামক উৎকৃষ্ট বস্তুটি বিদ্যমান তাদের ফালতু টাইপ কথা-বার্তা লিখতে,পড়তে এন্ড বলতে ভালো লাগবারই কথা। তবে এই জন্য ভাববেন না, আমার মাথায় গোবর বিদ্যমান। কখনোই না। নেভার।

আমার মস্তিষ্ক অনেকটা আইনস্টানের কাছাকাছি। ভুল বললাম,তার থেকে অনেকটা উৎকৃষ্ট মানের। তিনি বেঁচে থাকলে আমাকে হিংসা করতেন। এক বনে দুইটা সিংহ তো থাকতে পারে না, তাই না। যদিও তিনি আমাকে মাঝে মাঝে দর্শন দান করেছেন।

প্রত্যেকবারই, আমি ছিলাম শিক্ষকের ভূমিকায় আর তিনি ছাএ। সাধারণ যোগ-বিয়োগ যে ছেলে পারে না সে কি ভাবে আইনস্টাইন হয় আমি তা বুঝি না। থাক, অনেক ফালতু কথা বলছি। এখন আসল কথা বলি। কথাটা হলো, কথাটা হলো------ ভাইগো, আমার আজ জন্মদিন।

উইশ করেন বিঃদ্রঃ আইনস্টাইন ভক্তকূলের কাছে ক্ষমাপার্থী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.