আমাদের কথা খুঁজে নিন

   

"আর ইউ কাম পোম গানা" এর আদি ওঁ আসল ইতিহাস !!!!! মহানায়ক অনন্ত জলিল ফ্যাক্টস

তাশফী মাহমুদ ভিডিওটি>>>>>> “আর ইউ পোম গানা?” প্রসঙ্গত ঈদের পরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে নায়ক এম এ জলিল ঢাকাই চলচ্চিত্রের নায়কদের সম্পর্কে মানুষজনের অবজ্ঞা বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। ওই অনুষ্ঠানে অনন্ত বলেন, কিছুদিন আগে তিনি তার স্ত্রীকে নিয়ে ঢাকার একটি রেস্তোরাঁয় খেতে গেলে সেখানে উপস্থিত এক ব্যক্তি তাকে দেখিয়ে সঙ্গীদের বলেন, “ওই দ্যাখ বাংলা ছবির হিরো’। তখন ওই ব্যক্তির উদ্দেশ্যে তিনি বলেন, “আর ইউ পোম গানা?”, “ইউ থিং বাংলা ছবি হিরো মিনস দে আর আনএজুকেটেড?”, “ইউ আর লিভিং ইন বাংলাদেশ, ওকে, ম্যান ইউ হ্যাভ টু রেস্পেটিং বাংলাদেশ, বিকজ ইউ আর ইটিং ফুড ফ্রম বাংলাদেশ”। ওই অনুষ্ঠানে অনন্তের এসব সংলাপ ‘ইউটিউব’ এবং ‘ফেইসবুক’সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা হাস্যরসের সৃষ্টি করে। বহু মানুষ এই ভিডিওটি ফেইসবুকে শেয়ার করেন। বিশেষত তরুণ-তরুণীরা চলচ্চিত্রের মতোই টেলিভিশন অনুষ্ঠানেও নায়ক অনন্তের ইংরেজি উচ্চারণ এবং বাচনভঙ্গি নিয়ে কৌতুকে মেতে ওঠে। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ****লেখাটিতে নায়ক এম এ জলিল বা ঢাকাই চলচ্চিত্র কে ছট করার জন্য লেখা হয় নাই ।নায়ক এম এ জলিল এর মত যদি আরো ৩-৪ জন এগিয়ে আসে তবে ঢাকাই চলচ্চিত্র ফিরে পাবে হারানো সুদিন #####  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।