আমাদের কথা খুঁজে নিন

   

জয় হোক দুদকের.... জয় হোক শোঁষকের.....

আমি ভাল নেই দুর্নীতি দমন কমিশন বা দুদক এর কোন কার্যক্রম দেখলেই এখন আমার বিখ্যাত কার্টুন সিক্যুয়াল টম এন্ড জেরির কথা মনে হয় । এরা জীবিত কারোর দুর্নীতি খুজে বের করার চেয়ে মৃত কিংবা পতিত লোকের পিছনে হন্যে হয়ে ঘুরতে বেশি সুখ বোধ করে । সরকারী দলের এত এমপি- মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির রাশি রাশি অভিযোগ থাকা স্বত্বেও, তাহারা খালেদাজিয়া লিপস্টিক কিনতে গিয়ে কোথায় কত টাকা পাঁচার করেছে এই নিয়া ঘুম হারাম করে ফেলেছে একেক জন। দুদকের নাম শুনলে যেখানে বায়ুতুল মোকারমের খতিবেরও ভয়ে ওযু ভাইঙ্গা যায়, সেখানে সরকারী আমলারা আর আবুল-সুরুন্জিতরা দুদক থেকে চারিত্রিক সনদপত্র নিয়ে বেশ গাড়ি দৌড়াইতেছে । বিএনপি-জামাত ও দুদককে এমন ভাবে ব্যবহার করেছিল, এখন অবশ্য টের পাইতেছে । বর্তমান বাস্তবতায়, দুদক যার বিরুদ্ধে মামলা দেয়, সে স্পষ্টতই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার আর যাদের জামাই আঁদর করে তাদের কথা কইয়্যা আর ঝাঁমেলায় পড়তাম চাই না । হে দুদক, প্রতিটি সরকারই তোমার কৃতীত্ব আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে, বিরুদ্ধবাদীদেরকে ঠেঙানোর এর চেয়ে উত্তম পাঠশালা আর কী হতে পারে ? জয় হোক দুদকের.... জয় হোক শোঁষকের.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।