আমাদের কথা খুঁজে নিন

   

সুস্থ্য শিশু = উন্নত জাতি = আপনার সুন্দর ভবিষ্যত , দেইখালন শিশু ভালা রাহার ইজি টিপস

এখানে বিনামূল্যে বিশ্ব-বিখ্যাত মাইন্ড বৈজ্ঞানিক দ্বারা মাইন্ড রিলেটেড এনি প্রবলেম অতি যত্ন সহকারে সলভ করা হয় । মায়ের বুকের দুধ ছাড়া অন্য যেকোন খাবার শিশুর জন্য হারাম , প্রথম ৬ মাস । বুকের দুধ এমন করে খাওয়াতে হবে যাতে শিশু আরামে দুধ চুইতে পারে । Pampers কোম্পানির টা সবচেয়ে ভালো রাতে পামপারস , বর্ষাকালে , শীতে ব্যাবহার করুন । খাটি অলিভ তেল গায়ে মেখে রাখা ভালো ।

গরমকালে ঘামাচির পাওডার ব্যবহার করুন , গোসলের পর । চোখে কাজল , কপালে টিপ দিবেন না । তাবিজ কবজ , ঝার ফুক থেকে শিশু কে আল্লার ওয়াস্তে দূরে রাখবেন। খাসির দুধ / পিডিয়াসিউর / এল্ডো মিল্ক কোম্পানির দুধ ভালো । মিচড়ি খাওয়াবেন না ।

ভালো মানের দেশী চিনি খাওয়াবেন। ৬ মাস পর খিচূড়ি খাওয়াবেন । তেল, ডাল, সবজি , মাছ , চাল দিয়ে খিচুড়ি রাধবেন। দেশী ফল ভাল । পোলিও , কৃমি , বিসিজি ইত্যাদি নরমাল ডোসের সরকারী টিকা শিশু কে দিতে পারেন , হোমিও টিকাও দিতে পারেন ।

শিশুর জন্যে এলাপেথিক ওষধ ক্ষতিকর , হোমিও বা হারবাল ভাল । বাচ্চার খিদে লাগলে তখন শুধু খাওয়াবেন । কোন কোন সময় বাচ্চার খিদে লাগে এই সময়টা নোট করে রাখতে পারেন । খাবারের জন্য কখনই বাচ্চাকে জোর করবেন না । প্রতিদিন সকাল ১০টার মধ্যে গোসল করাবেন।

উত্তরা – জসিমুদ্দিন রোড , বনানী ১১ নং রোডে কিডস এন্ড মমস এর শো রুম আছে , এখান থেকে বাচ্চার প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন । বাচ্চাকে কখনো মারবেন না , শাসন করবেন । পশ্রয় দিবেন না । বাচ্চা কে সব সময় হাসি খুসি রাখবেন । বাচ্চা কে বাইরের কোন খাবার খাওয়াবেন না ।

ফিডার চুসনি সব সময় গরম পানিতে ফুটিয়ে ধুয়ে নিবেন । বাচ্চা কে সাহসী করে গড়ে তুলবেন বাচ্চার সাথে খেলবেন এবং বাচ্চা কে যথেষ্ট সময় দিবেন । বাচ্চা কে নিয়ে বাইরে ঘুরতে বের হবেন । অন্য বাচ্চাদের সাথে মিশতে দিবেন । বাচ্চার জন্য টিভি নিষেধ ।

হাত পায়ের নখ কেটে দেবেন , সব সময় পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন । Hand Sentisizer দিয়ে পরিবারের সবাই হাত সব সময় পরিষ্কার রাখবেন । বাচ্চা কে পড়া শোনার জন্য চাপ দিবেন না । ওকে নিজ থেকেই পড়া শোনায় উতসাহিত করুন । বাইরের খেলা ধুলায় উতসাহিত করবেন ।

গেমস , ঘোরোয়া খেলা থেকে বাচ্চা কে দূরে রাখুন । বাচ্চা কে নিজের কাজ নিজে করার মত “আত্মনির্ভরশীল” করে গড়ে তুলবেন। তার মধ্যে গোছানো মানসিকতা তৈরী করুন । সাংস্কৃতিক এবং আত্মিক উন্নতি হয় , এমন কাজের সাথে বাচ্চাকে যুক্ত রাখবেন , সামাজিক কর্মকান্ডে বাচ্চা কে যুক্ত রাখবেন । বাচ্চা কে রাতে তাড়া তাড়ি ঘুম পারিয়ে দিবেন যাতে ভোরে ঘুম থেকে ওঠে ।

বাচ্চা দুপুরে ঘুমাবে আর বিকালে খেলবে । বাচ্চাকে প্রকৃতি প্রেমিক করে গড়ে তুলুন , তার মধ্যে পশু পাখির প্রতি মমতা তৈরী করুন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।