আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আমি আর স্বপ্নগুলো ...

আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা তুমি আমি আর স্বপ্নগুলো ... বয়ে চলা নির্লিপ্ত সময়ের সাথে কিছু কথা ... তোমার আমার মাঝের নিরবতার ব্যাকুলতা ... অল্প কিছু চাওয়া, অল্প কিছু পাওয়া তা নিয়েই স্বপ্ন , তা নিয়েই ভেবে চলা তুমি আমি আর মাঝের লম্বা সময় দুরুত্ব ক্ষনিকের কাছে আসার সেই অল্প একটু মুহুর্ত একটুখানি ভালো আর একটুখানি বাসি তাই নিয়েই দুজনা, আজ এতটা পাশাপাশি ... দুরত্বের ব্যাকুলতার মাঝেও তুমি আমি কত কাছে ... তুমি আমি আর মিষ্টি সেই মুহুর্ত, আজো চোখে ভাসে ... কেন তুমি এত দূরে ... কেন দেয়ালে ফুটে ওঠা ভালোবাসায় মন শুধু পোড়ে ... আমি জানি তুমি আসবে ... দিগন্তের ঐ নীলে চেপে হাওয়ার জলে ভাসবে ... দক্ষিনের জানালা তাই রাখবো আমি খুলে ... মেঘের টানে মনের বানে ... আসবে (তুমি) পালটা তুলে ... কত কি ই না ভাবছি আমি তাইনা ... দুষ্টু মেয়ে, কেন তোমার এত বায়না ... কত শত হাজার ক্রোশ পাড়ি দিলে তবে মুক্তি ... হাত না ছেড়ে পাথিক হতে কত না তোমার যুক্তি ... তুমি দেখো আমি পারবো ... প্রবল ঝড়েও শক্ত করে হাতটা ধরে রাখবো ... প্রলয় আসুক, আসুক না ভয় ... তোমায় নিয়ে করবো তা জয় ... ফাকি দিয়ে সবকটা চোখ ... দুরের অহর্নিশে ... তুমি আমি আর স্বপ্নগুলো, থাকবো মিলেমিশে ...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।